1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে কার্নেভাল

৯ ফেব্রুয়ারি ২০১৩

ব্রাজিলে কার্নেভাল শুরু হয়েছে শুক্রবার৷ কিন্তু সম্প্রতি নাইট ক্লাবে আগুন লেগে ২৩৮ জনের মৃত্যু এই উৎসবের আনন্দকে অনেক ম্লান করে দিয়েছে৷ এবার কার্নেভাল তাই আগের মতো মাতাল হয়ে উঠছে না৷

https://p.dw.com/p/17bMb
ছবি: AP

রিও ডি জানিরোর মেয়র প্রথামত শহরের চাবি তুলে দিয়েছেন কার্নেভাল রাজা মোমো'র হাতে৷ কিন্তু তাতে কি আর শোক ঢাকা যায়! কার্নেভাল প্যারেড, পার্টি থেকে শুরু করে এসবের সঙ্গে সম্পৃক্ত সব আয়োজনেই শোকটা বড় বেশি ফুটে উঠছে৷ এমনকি সেদেশের প্রেসিডেন্ট ডিলমা রোসেফ কার্নেভাল উপলক্ষ্যে ছুটি কাটাচ্ছেন বটে কিন্তু কোন ধরনের উৎসবে যাবেন না বলে জানিয়েছেন৷

তারপরও কার্নেভাল তো আর পুরোপুরি বাদ দেওয়া যায় না৷ কোরিয়ার বিশ্ববিখ্যাত পপ তারকা সাই তাই তাঁর গ্যাংনাম স্টাইল নিয়ে হাজির হচ্ছেন সালভাডোরে৷ এছাড়া রিও'র উৎসবে থাকছেন মার্কিন অভিনেত্রী মেগান ফক্স৷ এরকম নামীদামী তারকা থাকবেন ব্রাজিলের আরো কয়েকটি উৎসবে৷

Karaneval Rio de Janeiro
ব্রাজিলের কার্নিভাল টানে লক্ষ লক্ষ পর্যটককেছবি: Reuters

আসলে কার্নেভাল ব্রাজিলের আয়েরও এক বড় উৎস৷ এই উৎসব উপলক্ষ্যে কয়েক মিলিয়ন দেশিবিদেশি পর্যটক ভিড় করেন ব্রাজিলের বিভিন্ন শহরে৷ শুধু রিও ডি জানিরোতে হাজির হয় নয় লাখের মতো পর্যটক৷ আর তারা ব্রাজিলের অর্থনীতিতে যোগ করেন ৬৬৫ মিলিয়ন মার্কিন ডলার৷

সান্টা মারিয়ার নাইট ক্লাবে আগুন লাগার পর থেকে সেদেশের কয়েকশত ক্লাব এবং উৎসবের ভেন্যুও বন্ধ রাখা হয়েছে৷ এসবের অগ্নিনির্বাপক এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে কর্তৃপক্ষ৷ কার্নেভাল উৎসবে খানিকটা ভাঁটা পড়েছে নাইট ক্লাব বন্ধ থাকার কারণেও৷ ব্রাজিলের বিখ্যাত সাম্বা নাচ বলতে গেলে এবার মোটেই গতি পাচ্ছে না৷

Brasilien Trauer in Santa Maria nach Diskothekenbrand
ডিস্কোথেকে অঘ্নিকাণ্ডের পর শোকে অভিভূত ব্রাজিলের মানুষছবি: AP

সম্ভবত এবারই প্রথম ব্রাজিলের কার্নেভাল উৎসব বড় শোকের ছায়ায় ঢেকে গেছে৷ এই শোক ছাড়াও বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ভোগাচ্ছে কার্নেভাল আয়োজকদের৷ সেদেশের রাস্তাঘাট, নৌ এবং বিমানবন্দরের কাঠামোও তেমন যুগোপযোগী নয়৷ ফলে কার্নেভাল বাদ দিলেও আগামী বছর বিশ্বকাপ ফুটবল আর ২০১৬ সালের অলিম্পিক ব্রাজিল কিভাবে আয়োজন করবে, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ৷

এআই / এসি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য