1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি

২৪ ফেব্রুয়ারি ২০১৪

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে নানা ঘাটতির দেখা পেয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন পক্ষকে আয়োজক ব্রাজিলের সমালোচনা করতে দেখা গেছে৷ তবে এবার ব্রাজিলের মানসিক শক্তি বাড়াবার মতো খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/1BDni
ছবি: Getty Images

বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটি সম্পর্কে জানতে ফিফার উদ্যোগে ব্রাজিলের ফ্লোরিয়ানোপলিস শহরে একটি ওয়ার্কশপে হাজির হয়েছিলেন বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর কোচরা৷ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সেখানে তাঁদের বিস্তারিত জানানো হয়েছে৷ সব দেখা ও শোনার পর বেশিরভাগ কোচ আশা প্রকাশ করেছেন যে, ব্রাজিল একটা সফল টুর্নামেন্ট আয়োজন করতে সমর্থ হবে৷

অবশ্য বিশ্বকাপের আর মাত্র চারমাস বাকি থাকলেও এখনো ১২টি স্টেডিয়ামের পাঁচটিরই নির্মাণকাজ শেষ হয়নি৷ তারপরও কোচদের আশা, সবকিছু ঠিকঠাক মতোই হবে৷ তবে তাঁদের কারও কারও মনে হয়েছে, বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু বিক্ষোভের আয়োজন হতে পারে – যেমনটা হয়েছিল গত বছর জুন মাসে, কনফেডারেশনস কাপ চলার সময়৷ দুর্নীতি, জনসেবার করুন দশা এবং বিশ্বকাপ ও ২০১৬ সালের অলিম্পিককে ঘিরে সরকারের প্রচুর অর্থ ব্যয়ের প্রতিবাদে সেসময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল৷

Porträt Luiz Felipe Scolari
ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কোলারিছবি: EVARISTO SA/AFP/Getty Images

কস্টারিকার কোচ ইয়র্গ লুইস পিন্টো বলেছেন, ‘‘আমার বিশ্বাস সবকিছু ভালোভাবেই হবে৷ একমাত্র সমস্যা হতে পারে বিক্ষোভ৷'' তার কিছুটা আভাস পাওয়া গেছে ওয়ার্কশপ চলার সময়ও৷ বেশ কিছু বিক্ষোভকারীকে ভেন্যুর আশেপাশে দেখা গেছে৷

আয়োজক হিসেবে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কোলারির সঙ্গে কথা বলেছেন অনেক দেশের কোচ৷ বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা ট্রেনিং সেন্টারগুলোর অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন, বলে জানিয়েছেন স্কোলারি৷ এমনতি তাঁরা খুশিই ছিলেন, বলেও জানান ব্রাজিলের কোচ৷

ওয়ার্কশপে অংশ নেয়া জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফকেও আশান্বিত দেখা গেছে৷ তিনি বলেন, ‘‘আয়োজকরা বিশ্বকাপের দলগুলোকে যে সবচেয়ে ভালো অবস্থায় রাখবে, সে ব্যাপারে আমি নিশ্চিত৷''

জেডএইচ/এসবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য