বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি
২৪ ফেব্রুয়ারি ২০১৪বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটি সম্পর্কে জানতে ফিফার উদ্যোগে ব্রাজিলের ফ্লোরিয়ানোপলিস শহরে একটি ওয়ার্কশপে হাজির হয়েছিলেন বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর কোচরা৷ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সেখানে তাঁদের বিস্তারিত জানানো হয়েছে৷ সব দেখা ও শোনার পর বেশিরভাগ কোচ আশা প্রকাশ করেছেন যে, ব্রাজিল একটা সফল টুর্নামেন্ট আয়োজন করতে সমর্থ হবে৷
অবশ্য বিশ্বকাপের আর মাত্র চারমাস বাকি থাকলেও এখনো ১২টি স্টেডিয়ামের পাঁচটিরই নির্মাণকাজ শেষ হয়নি৷ তারপরও কোচদের আশা, সবকিছু ঠিকঠাক মতোই হবে৷ তবে তাঁদের কারও কারও মনে হয়েছে, বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু বিক্ষোভের আয়োজন হতে পারে – যেমনটা হয়েছিল গত বছর জুন মাসে, কনফেডারেশনস কাপ চলার সময়৷ দুর্নীতি, জনসেবার করুন দশা এবং বিশ্বকাপ ও ২০১৬ সালের অলিম্পিককে ঘিরে সরকারের প্রচুর অর্থ ব্যয়ের প্রতিবাদে সেসময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল৷
কস্টারিকার কোচ ইয়র্গ লুইস পিন্টো বলেছেন, ‘‘আমার বিশ্বাস সবকিছু ভালোভাবেই হবে৷ একমাত্র সমস্যা হতে পারে বিক্ষোভ৷'' তার কিছুটা আভাস পাওয়া গেছে ওয়ার্কশপ চলার সময়ও৷ বেশ কিছু বিক্ষোভকারীকে ভেন্যুর আশেপাশে দেখা গেছে৷
আয়োজক হিসেবে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কোলারির সঙ্গে কথা বলেছেন অনেক দেশের কোচ৷ বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা ট্রেনিং সেন্টারগুলোর অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন, বলে জানিয়েছেন স্কোলারি৷ এমনতি তাঁরা খুশিই ছিলেন, বলেও জানান ব্রাজিলের কোচ৷
ওয়ার্কশপে অংশ নেয়া জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফকেও আশান্বিত দেখা গেছে৷ তিনি বলেন, ‘‘আয়োজকরা বিশ্বকাপের দলগুলোকে যে সবচেয়ে ভালো অবস্থায় রাখবে, সে ব্যাপারে আমি নিশ্চিত৷''
জেডএইচ/এসবি (এপি, ডিপিএ)