1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ব্যায়াম না করায় প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে

৫ সেপ্টেম্বর ২০১৮

পর্যাপ্ত শরীর চর্চা না করায় বিশ্বের এক দশমিক চার বিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/34LxR
Symbolbild - Frau am Notebook
ছবি: picture-alliance/PhotoAlto/E. Audras

গত ১৫ বছরে বিশ্বে নারী ও পুরুষের শারীরিক কর্মকাণ্ডের দিক থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি৷ ২০১৬ সালে বিশ্বের এক চতুর্থাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত ব্যায়াম করেননি৷ ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেল্ফ জার্নাল'-এ বুধবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) এক গবেষণায় এসব তথ্য প্রকাশিত হয়েছে৷

একজন প্রাপ্তবয়স্কের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করা উচিত৷ কিন্তু ২০১৬ সালে বিশ্বের ৩২ শতাংশ নারী এবং ২৩ শতাংশ পুরুষ গড়ে প্রতি সপ্তাহে সেই পরিমাণ শারীরিক চর্চা করেননি৷ ফলে, বিশ্বের এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্কের টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া এবং ক্যানসারের ঝুঁকি, যারা নিয়মিত শারীরিক চর্চা করেন, তাদের চেয়ে বেশি রয়েছে৷

বিশ্বের ১৬৮ দেশের আনুমানিক প্রায় বিশ লাখ লোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে অংশ নিয়েছেন৷ তারা গবেষকদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ব্যাখ্যা করেছেন, যেখান থেকে তারা কতটা শারীর চর্চা বা ব্যায়াম করেছেন, তা বের করা হয়েছে৷ এক্ষেত্রে একজন মানুষ কর্মস্থলে, বাসায়, অবসর সময়ে এবং যানবাহনে কী ধরনের শারীরিক কর্মকাণ্ড করেছে, তা বিবেচনায় আনা হয়েছে৷ বৈশ্বিক শারীরিক চর্চা সম্পর্কে ধারণা পেতে এরকম গবেষণা এটাই প্রথম৷

২০০১ থেকে ২০১৬ সাল অবধি সময়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, উন্নত দেশের মানুষেরা উন্নয়নশীল দেশের মানুষদের তুলনায় শারীরিক কর্মকাণ্ডের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন৷ বিশেষ করে যেসব অঞ্চলে মানুষের আয় রোজগার বেশি, সেসব অঞ্চলে ব্যায়াম করার হার কম৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে, পূর্ব এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো ছাড়া বিশ্বের অন্যান্য দেশে স্বাস্থ্যচর্চার দিক থেকে পুরুষের তুলনায় নারীরা অনেক পিছিয়ে রয়েছেন৷ 

লারিসা ভার্নেক/এআই 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য