1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাস্তবসম্মত পদক্ষেপ চাই’

৮ এপ্রিল ২০১৩

বর্ণবাদের অভিযোগে সরাসরি কোনো ফুটবল ক্লাবকে শাস্তি দিলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন ফিফার প্রধান সেপ ব্লাটার৷ আপাতত এক কমিটি এর বিভিন্ন দিক খতিয়ে দেখছে৷

https://p.dw.com/p/18B0e
FIFA President Joseph Sepp Blatter listens during a press conference after the extraordinary meeting of the FIFA Executive Committee, at the FIFA headquarters in Zurich, Switzerland, Tuesday, July 17, 2012. FIFA executives discussed the approval of the new FIFA Code of Ethics, among other topics. (Foto:Keystone/Alessandro Della Bella/AP/dapd)
ছবি: dapd

খেলাধুলার জগতে বর্ণবাদের সমস্যা নতুন নয়৷ বিভিন্ন দেশে বিভিন্ন রূপে তা প্রকাশ পায়৷ মোটকথা তখন আর ‘স্পোর্টসম্যান স্পিরিট'-এর পরিচয় পাওয়া যায় না৷ ফুটবল জগতে এমন ঘটনার শাস্তি আরও কড়া করার ডাক দিয়েছিলেন খোদ ফিফার প্রধান সেপ ব্লাটার৷ এমনকি মাঠে বড় আকারের ঘটনা ঘটলে ক্লাবকে এক ডিভিশন নামিয়ে দেওয়ার কড়া নিয়ম চালু করা হতে পারে, জানুয়ারি মাসে এমন হুমকিও দিয়েছিলেন৷ পয়েন্ট কেটে নেওয়ার কথাও বলেছিলেন তিনি৷

ঝোঁকের মাথায় অনেক কিছু বলেও এবার কিছুটা পিছিয়ে এলেন ব্লাটার৷ এখন তিনি বলছেন কার্যক্ষেত্রে কোনো ক্লাবের ‘রেলিগেশন' মোটেই সহজ বিষয় নয়৷ ক্রীড়াক্ষেত্রে নৈতিকতা সংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেছেন, এমন নিয়ম চালু হলে তার অপব্যবহার ঘটতে পারে৷ অনেকে তখন মাঠে এসে জেনেশুনে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে৷ কোনো ক্লাবকে এভাবে ফাঁসানো সহজ হয়ে যাবে৷

সেপ ব্লাটার মনে করেন, কড়া নিষেধাজ্ঞা চাই ঠিকই, কিন্তু বর্ণবাদ মোকাবিলা করতে বাস্তবে ফুটবল কর্তৃপক্ষ কতদূর যেতে পারে সে দিকেও নজর রাখতে হবে৷ আপাতত তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট জেফ্রি ওয়েব-এর নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন, যার দায়িত্ব হবে ফুটবল মাঠ ও স্টেডিয়ামে বৈষম্য দূর করার বিষয়ে প্রস্তাবমালা তৈরি করা৷ তারাই নিষেধাজ্ঞার তালিকা স্থির করতে পারবে৷ আগামী ৩১শে মে জেফ্রি ওয়েব এক অন্তর্বর্তী রিপোর্ট পেশ করবেন৷ মরিশাসে ফিফার সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ২০৯টি দেশের প্রতিনিধিরা৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য