‘বাস্তবসম্মত পদক্ষেপ চাই’
৮ এপ্রিল ২০১৩খেলাধুলার জগতে বর্ণবাদের সমস্যা নতুন নয়৷ বিভিন্ন দেশে বিভিন্ন রূপে তা প্রকাশ পায়৷ মোটকথা তখন আর ‘স্পোর্টসম্যান স্পিরিট'-এর পরিচয় পাওয়া যায় না৷ ফুটবল জগতে এমন ঘটনার শাস্তি আরও কড়া করার ডাক দিয়েছিলেন খোদ ফিফার প্রধান সেপ ব্লাটার৷ এমনকি মাঠে বড় আকারের ঘটনা ঘটলে ক্লাবকে এক ডিভিশন নামিয়ে দেওয়ার কড়া নিয়ম চালু করা হতে পারে, জানুয়ারি মাসে এমন হুমকিও দিয়েছিলেন৷ পয়েন্ট কেটে নেওয়ার কথাও বলেছিলেন তিনি৷
ঝোঁকের মাথায় অনেক কিছু বলেও এবার কিছুটা পিছিয়ে এলেন ব্লাটার৷ এখন তিনি বলছেন কার্যক্ষেত্রে কোনো ক্লাবের ‘রেলিগেশন' মোটেই সহজ বিষয় নয়৷ ক্রীড়াক্ষেত্রে নৈতিকতা সংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেছেন, এমন নিয়ম চালু হলে তার অপব্যবহার ঘটতে পারে৷ অনেকে তখন মাঠে এসে জেনেশুনে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে৷ কোনো ক্লাবকে এভাবে ফাঁসানো সহজ হয়ে যাবে৷
সেপ ব্লাটার মনে করেন, কড়া নিষেধাজ্ঞা চাই ঠিকই, কিন্তু বর্ণবাদ মোকাবিলা করতে বাস্তবে ফুটবল কর্তৃপক্ষ কতদূর যেতে পারে সে দিকেও নজর রাখতে হবে৷ আপাতত তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট জেফ্রি ওয়েব-এর নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন, যার দায়িত্ব হবে ফুটবল মাঠ ও স্টেডিয়ামে বৈষম্য দূর করার বিষয়ে প্রস্তাবমালা তৈরি করা৷ তারাই নিষেধাজ্ঞার তালিকা স্থির করতে পারবে৷ আগামী ৩১শে মে জেফ্রি ওয়েব এক অন্তর্বর্তী রিপোর্ট পেশ করবেন৷ মরিশাসে ফিফার সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ২০৯টি দেশের প্রতিনিধিরা৷
এসবি/ডিজি (এপি, এএফপি)