বৈচিত্রে চিত্রিত বইমেলা
শেষ হয়ে এলো বইমেলা৷ এক নজরে দেখে নিন বৈচিত্রে ভরা ২০২৪ সালের বইমেলা৷
দশ টাকায় অনেক বই
বই মেলায় অডিও বুকের ভার্চুয়াল জগতের খোঁজ দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান৷ কাব্যিক, কাহিনিসহ অডিও বুক প্রতিষ্ঠানগুলোর মেলা উপলক্ষে অফারও ছিল আকর্ষণীয়৷ যেমন, ভাষার মাসে ‘শুনবই’ অ্যাপসটির সাবস্ক্রিকশন ফি ছিল মাত্র দশ টাকা৷ সাশ্রয়ী এমন অফারে তাদের গ্রাহক বেড়েছে স্বাভাবিকের চেয়ে তিনগুণ, জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা তানজিনা আক্তার শিমু৷
গ্রাফিক নভেলে বঙ্গবন্ধুর দেখা নয়াচীন
‘মুজিব’ গ্রাফিক নভেলের পর এবার ‘আমার দেখা নয়াচীন’৷ গ্রাফিক নভেলটি মেলায় নিয়ে এলো গবেষণা প্রতিষ্ঠান সিআরআই৷ এটির অঙ্কন, সংলাপ লেখা ও সম্পাদনায় ছিলেন যথাক্রমে সব্যসাচী মিস্ত্রী, সিদ্দিক আহমেদ ও শিবু কুমার শীল৷ কিশোর থেকে বড়-সব পাঠকের মাঝেই বইটির খুব চাহিদা৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা ‘আমার দেখা নয়াচীনে’র এই গ্রাফিক নভেলটির দাম রাখা হয়েছে দুইশ টাকা৷
ট্রলে অটল বিদ্যানন্দ
বিদ্যানন্দ এবার বইমেলায় বাঁশ দিয়ে স্টল সাজিয়ে লিখেছে ‘ট্রলে অটল’৷ বিক্রয়কর্মী হাবিবুর রহমান বললেন, ‘‘নিন্দুকের মুখে ছাই দিয়ে যাত্রা অব্যাহত রেখেছে বিদ্যানন্দ৷ যে বাঁশ আর ট্রলে নিন্দুকেরা তাদের প্রতিনিয়ত সমালোচনা করছে, স্টল সজ্জা তারই প্রতিবাদ৷’’
স্পর্শে বই পড়া
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’ প্রায় দেড়শ বই নিয়ে সাজিয়েছে স্টল৷ এই স্টলে আছে ‘ব্রেইল’ মাধ্যমে জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’, মুহাম্মদ জাফর ইকবালের ‘আমার বন্ধু রাশেদ’-এর মতো বই৷ ভাষার মাসে ‘বই দিবস’ পালন করে তারা৷ বিনামূল্যে দেয়া হয় রেজিস্ট্রেশন করা ‘দৃষ্টি জয়ী’দের ‘ব্রেইল’ বই৷ তারা ২০০৮ সাল থেকে বইমেলায় নিয়মিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নিয়ে আসছে৷
বিক্রি নয়, শুধু বই প্রদর্শন
এবারের বইমেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ বই এসেছে ষোলতম দিনে - ২৯৮ টি৷ প্রতিদিন বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে যত বই জমা হয়, তারই প্রদর্শন হয় ‘নতুন বই প্রদর্শন স্টলে’৷ একাডেমির নয় কর্মকর্তা ও কর্মচারী মিলে সামলান এই স্টলটি৷ সাজানো নতুন বই দেখে পাঠক যখন বইটি কিনতে চায়, তখন বলা হয়, বইটি শুধুই প্রদর্শনের জন্য৷
থ্রিলার কমিকসের জগত
মেলায় পাশাপাশি ‘উন্মাদ’ আর ‘কার্টুন পিপল’-এর স্টল৷ ‘কার্টুন পিপল’ প্রকাশ করেছে থ্রিলার কমিকস ‘হলিয়েন’৷ থ্রিলার লেখক নাজিম উদ্দীনের লেখা আর যুনায়েদের আঁকা এই থ্রিলার কমিকস বেশ পাঠকপ্রিয় হয়েছে৷ এবার উন্মাদ প্রকাশ করেছে কমিকস ডিটেকটিভ, গ্রাফিক নভেল৷ মেলায় এমনই আরেক প্রতিষ্ঠান ‘ঢাকা কমিকস’৷
লালনের বই নিয়ে ‘লালন বিশ্বসঙ্ঘ’
ফকির লালন সাঁইজির চিন্তা আর দর্শনকে বিষয় করে ১২ টি বই, তা নিয়েই ‘লালন বিশ্ব সঙ্ঘ’ মেলায় আছে সোহরাওয়ার্দী প্রান্তে৷ শুধু লালন নয়, তত্ত্বমূলক বইসহ তাদের প্রকাশনার সংখ্যা প্রায় ত্রিশটি৷ এবারের মেলায় এসেছে ‘ সিদ্ধিদেশের গান’ ও ‘আজব আয়নামহল মনি-গভীরে’ শিরোনামে দুইটি বই৷
এক মিনিটে ১০ ইংরেজি শব্দ শেখা
গল্প, উপন্যাস বাদ দিয়ে মেলায় ইংরেজি শেখার বই! গেমস আর পাজলে তেমন বই নিয়েই মেলায় আছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘দোয়েল’৷ বইয়ের পাঠক চাহিদাও বেশ৷ ‘৮ হাজার ইংরেজি শেখার গেমস’, ‘এক মিনিটে ১০ ইংরেজি শব্দ শেখা’-এমন চটকদার বিজ্ঞাপন দেখে স্টলটির সামনে থমকে দাঁড়ায় পাঠক৷ সবাই দেখে বলছেন, শেখার কায়দাটি কাজের৷
লিটল ম্যাগ চত্ত্বর
অমর একুশে বইমেলার মূল প্রকাশনাগুলোর রোশনাইয়ের পাশে ম্লান ‘লিটল ম্যাগ চত্ত্বর’৷ দেশের দেড়শ ‘লিটল ম্যাগ’ প্রতিষ্ঠানকে জায়গা দেয়া হলেও এক তৃতীয়াংশ স্টল ফাঁকাই থাকলো মেলাজুড়ে৷ ম্যাজিক লণ্ঠনের সোহাগ আবদুল্লাহ বলছিলেন, ‘‘এদিকটায় পাঠক খুব একটা আসে না৷ মূল প্রকাশনার মাঝে যদি চত্ত্বরটিকে ঠাঁই দেয়া যেতো!’’