বেলারুশে পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া
২৬ জুন ২০২২পরমাণু হামলায় সক্ষম ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বেলারুশে সরবরাহ করতে চায় রাশিয়া৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন শনিবার এ কথা জানিয়েছেন৷ ‘‘আগামী মাসগুলোতে আমরা বেলারুশে ইস্কান্দার-এমের কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করব৷ এই ব্যবস্থা প্রচলিত এবং পরমাণুবাহী দুই ধরনের ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে''–সেন্ট পিটার্সবার্গে বেলারুশের কট্টরপন্থি শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ কথা জানান পুটিন৷ রুশ টেলিভিশনে একটি সম্প্রচারে এটি দেখা গিয়েছে৷
পুটিন জানান, অস্ত্র হস্তান্তরের বিশদ ব্যবস্থা ও রসদ নিয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনা করবেন৷
এসইউ-২৫-কে পরমাণুবাহী করতে বেলারুশকে রাশিয়ার প্রস্তাব
এস-২৫ যাতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম হয়, তার জন্য বিমানগুলোর আধুনিকায়নে রাশিয়া সাহায্য করবে বলেও জানিয়েছেন পুটিন৷ বৈঠকের সময় এই নিয়ে লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্টকে অনুরোধ করেন৷ পুটিন বলেন, ‘‘এই আধুনিকায়ন রাশিয়ার বিমান কারখানাগুলিতে করা উচিত এবং সেই অনুসারে কর্মীদের প্রশিক্ষণ শুরু করা উচিত৷''
ইউক্রেনে রুশ আগ্রাসনেজরুরি ভূমিকা রাখছে বেলারুশ৷ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ সেনাবাহিনী বেলারুশ থেকেও দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে৷
এদিকে, ইউক্রেন শনিবার জানিয়েছে যে দেশটির জাইতোমির এবং চেরনিহিভ শহরে বেলারুশ থেকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী৷
ইস্কান্দার-এম কী?
ইস্কান্দার-এম হলো মোবাইল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা৷ এর কোড নাম ন্যাটো দিয়েছে ‘এসএস-২৬-স্টোন'৷ শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়েনর ব্যবহৃত ‘স্কুড'-কে প্রতিস্থাপিত করেছে এটি৷
ইস্কান্দার এমের পাল্লা ৫০০ কিলোমিটার অর্থাৎ ৩০০ মাইল পর্যন্ত হতে পারে৷ এটি প্রচলিত বা পরমাণু হামলাকারী ডিভাইস (নিউক্লিয়ার ওয়ারহেড) বহনে সক্ষম৷ নিউক্লিয়ার ওয়ারহেডে পারমাণবিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো যায়৷ এটি বিধ্বংসী এবং মারণাস্ত্র৷
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করার পর থেকে পুটিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করেছেন৷ পশ্চিমাদের হস্তক্ষেপ না করার জন্য সতর্কতা হিসাবে বোঝাতে চেয়েছেন রুশ প্রেসিডেন্ট৷
লুকাশেঙ্কো গত মাসে বলেছিলেন, রাশিয়া থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র (পরমাণু বোমা বহনে সক্ষম) এবং এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে বেলারুশ৷
আরকেসি এআই (এএফপি, ডিপিএ, রয়টার্স)