বেলারুশ : গণতন্ত্রের দাবিতে নারীদের আন্দোলন
গণতন্ত্রের দাবিতে কয়েক মাস ধরে বেলারুশের নারীরা আন্দোলন করছেন৷ রাজধানী মিনস্কে চলমান আন্দোলনের ছবি নিয়ে লিথুয়ানিয়ায় শুরু হয়েছে এক প্রদর্শনী৷ দেখুন ছবিঘরে...
ফুল ও কানের দুল নিয়ে আন্দোলন
‘দ্য ফিউচার অব বেলারুশ, ফুয়েল্ড বাই উইমেন’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পাওয়া এই ছবিতে আন্দোলনরত কয়েকজন নারীকে ফুল হাতে পুলিশের মুখোমুখি হতে দেখা যাচ্ছে৷ কানে দুলও পরেছেন তারা৷ পুলিশের চোখের দিকে তাকিয়ে থাকার নারীর নাম নাদিয়া৷
২৬ বছরের পুরোনো পোশাক
লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরের প্রদর্শনীতে মিনস্কে আন্দোলনরত তিন নারীর ছবি৷ ফুল আর প্ল্যাকার্ড হাতে তারাও জানাচ্ছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর পদত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি৷একেবারে ডানে মায়ের বিয়ের পোশাক পরে দাঁড়ানো নারীর নাম আনা৷ আনার মা ২৬ বছর আগে এই পোশাক পরে বিয়ে করেছিলেন আর ২৬ বছর ধরেই ক্ষমতায় আছেন লুকাশেঙ্কো৷
একদিনে ৩০০জন গ্রেপ্তার
২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আন্দোলনরত এক নারীকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ছবি৷ মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেদিন নারীদের মিছিল থেকে ৩০০ জনকে ধরে নিয়ে যায় বেলারুশের পুলিশ৷
পতাকার রং
বেলারুশের সাদা-লাল পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনকারীদেরও দেখা যায় সাদা এবং লাল রঙের পোশাক পরতে৷ সব বয়সের নারীই অংশ নিচ্ছেন আন্দোলনে৷
চাপের মুখে নীরব
এক নারী বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে মুখে কাপড় বেঁধেছেন৷
নির্বাসিত নেত্রীর বার্তা
প্রদর্শনীকে সমর্থন জানাতে আয়োজকদের বার্তা পাঠিয়েছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী স্ভেৎলানা তিখানোভস্কায়া৷ সেখানে তিনি বলেছেন,‘‘এই প্রদর্শনী বেলারুশের নারীদের উৎসর্গ করা হয়েছে৷ আমাদের সবার একটাই লক্ষ্য- বেলারুশে স্বাধীনতা এবং আইনের শাসন ফিরিয়ে আনা৷ সংগ্রামের অগ্রভাগে রয়েছেন নারীরা৷ অন্য অনেক নারীর মতো এই আন্দোলন আমার জন্যও ব্যক্তিগত লড়াইয়ের মতো৷’’
করোনাকালে উন্মুক্ত প্রদর্শনী
করোনা সংক্রমণ রোধে লিথুয়ানিয়াতেও এখন লকডাউন চলছে৷ এর মাঝেই ভিলনিয়াসের এমও জাদুঘরের বাইরের দেয়ালে প্রোজেক্টরের মাধ্যমে চলছে বেলারুশের আন্দোলনের ছবি দেখানো৷ স্বাস্থ্যবিধি মেনে ছবি দেখতে তাই অসুবিধা হচ্ছে না কারো৷
গণতন্ত্রের জন্য চুমু
আন্দোলনরত দুই নারীর এই চুমুর ছবিটিসহ প্রদর্শনীর সব ছবিই তুলেছেন নারী সাংবাদিক নাদিয়া বুঝান, দারিয়া বুরাকিনা, ইরিনা আরাখোস্কায়া,ভোলহা শুকাইলা এবং ভিয়ালেতা সাউচিতস৷
অন্যরকম এক প্রদর্শনী
নারীদের তোলা নারীদের আন্দোলনের ছবির এ প্রদর্শনী চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত৷ প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ছবি তো দেখা যাচ্ছেই, সঙ্গে প্রতিটি ছবির গল্পও শোনা যাচ্ছে আলোকচিত্রীদের কাছে৷