বাংলাদেশি ছবি
১১ সেপ্টেম্বর ২০১২অতীতে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বা বিফ সাধারণত শেষ হতো কোনো কোরীয় ছবি দিয়ে৷ কিন্তু এবার উদ্যোক্তারা বলেছেন, তারা অঞ্চলের অন্যান্য এলাকার ছবিকেও গুরুত্ব দিতে চান৷ ফেস্টিভাল চলবে ৪ থেকে ১৩ই অক্টোবর৷ ৭৫টি দেশ থেকে আগত ৩০৪টি ছবি দেখানো হবে, যার মধ্যে থাকবে পুরোপুরি উত্তর কোরিয়ায় তোলা রোম্যান্টিক কমেডি ‘‘কমরেড কিম গোজ ফ্লাইং''৷
১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়৷ এবার সেখানে ৯০টি ছবির আন্তর্জাতিক মোহরত হচ্ছে৷ যেমন হংকং'এর পুলিশ অ্যাকশন মুভি ‘‘কোল্ড ওয়ার'' দিয়ে ফেস্টিভাল শুরু হচ্ছে৷ এটা কিন্তু আবার একটি মনঃস্তাত্ত্বিক থ্রিলারও বটে, যাতে মানুষের কামনা এবং বিবেকের মধ্যে সংঘাতকে তুলে ধরা হয়েছে৷ ছবিটি এশিয়ার চলচ্চিত্র শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, বলেছেন ফেস্টিভালের ডাইরেক্টর লি ইয়ং-কোয়ান৷
ফারুকী'র ‘‘টেলিভিশন''
বাংলাদেশের নিউ ওয়েভ চিত্রপরিচালকদের মধ্যে অবশ্যই মোস্তফা সরয়ার ফারুকী'র নাম করতে হয়৷ টেলিভিশনের জন্য ভিডিও, টিভি কমার্শিয়াল, ফিচার ফিল্ম, সবই করেছেন৷ রটারডাম, বুসান, আবু ধাবি ইত্যাদি ফিল্ম ফেস্টিভালে তাঁর ছবি দেখিয়েছেন৷ ‘‘ব্যাচেলর'', ‘‘মেড ইন বাংলাদেশ'', ‘‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার'', এই তিনটি ছবির পর তাঁর চতুর্থ ছবি হল ‘‘টেলিভিশন''৷
ফারুকী পেশাগতভাবে ফিল্ম তৈরীর কাজ শেখেননি, তাঁর সবই নিজে করা, নিজে শেখা৷ আভঁ গার্দ ফিল্ম নির্মাতাদের সংগঠন ‘ছবিয়াল'-এর প্রতিষ্ঠাতা৷ ‘‘টেলিভিশন'' তৈরীর জন্য ফরাসি এবং জার্মান অর্থসাহায্য পেয়েছেন, পেয়েছেন অপরাপর ইউরোপীয় সহকারী৷
‘এশিয়ান ফিল্মমেকার অফ দ্য ইয়ার'
বুসান ফেস্টিভালের সবচেয়ে বড় সম্মানটি এবার পাচ্ছেন প্রবীণ জাপানি চিত্রপরিচালক কোজি ওয়াকামাৎসু৷ ফেস্টিভালের অবকাশে তাঁর তিনটি ছবি দেখানো হবে: ‘‘মিশিমা'', ‘‘দ্য মিলেনিয়াল ব়্যাপচার'' এবং ‘‘পেট্রেল হোটেল ব্লু''৷
উৎসবের শুরুতে এবং শেষে যেমন বিদেশি ছবি, তেমনই এ'বছর ফেস্টিভালের হোস্ট হচ্ছেন - এই প্রথমবার - একজন অ-কোরীয়, চীনা অভিনেত্রী তাং ওয়েই, যিনি আং লি'র রগরগে যুদ্ধকালীন কাহিনি ‘‘কামনা, সাবধানতা''র নায়িকা ছিলেন৷
এসি / এসবি (এএফপি)