যে শহর ইউরোপ মাতাচ্ছে
১২ জুলাই ২০১৯বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লভডিফ৷ থ্রেশিয়ান, রোমান, ওসমান সাম্রাজ্যের ইতিহাসের অনেক ছাপ সেখানে রয়ে গেছে৷ গত শতাব্দীর সমাজতন্ত্রী শাসনের অনেক চিহ্ন আজও সেখানে চোখে পড়ে৷ ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানীর মর্যাদা পেয়ে শহরের মূলমন্ত্র স্থির করা হয়েছে ‘টুগেদার', অর্থাৎ একত্রে৷
শহরের এক আর্ট গ্যালারির পরিচালক ওয়েসেলিনা সারিয়েভা৷ তিনি আমাদের শহরটি ঘুরিয়ে দেখালেন৷ শহরের ইতিহাসের এক ঝলক তুলে ধরে তিনি বলেন, ‘‘প্লভডিফ এমন এক শহরও বটে, যেখানে তুর্কি, ইহুদি, আর্মেনীয়, রোমাদের মতো অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মিলন ঘটে৷ বুলগেরীয়রা তো আছেনই৷''
তারা সবাই প্রায় দুই হাজার বছর পুরানো রোমান থিয়েটার সম্পর্কে গর্বিত৷ গোটা গ্রীষ্মকাল জুড়ে সেখানে অসংখ্য অনুষ্ঠান চলে৷ তবে শহরের প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামে ইতিহাসের আরও নিদর্শন দেখা যায়৷ থ্রেশিয়ানদের বিখ্যাত সম্পদ হিসেবে পরিচিত প্রায় ৬ কিলো সোনা দিয়ে তৈরি পানের পাত্র সেখানে শোভা পাচ্ছে৷
শহরের কেন্দ্রস্থলে ‘সিটি গ্যালারি' অবস্থিত৷ ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতির বছরে ওয়েসেলিনা সারিয়েভা ‘লিসন টু আস' নামের প্রদর্শনীর উদ্যোগে শামিল ছিলেন৷ দক্ষিণ পূর্ব ইউরোপে বলকান অঞ্চলের রাষ্ট্রগুলির সমসাময়িক শিল্পকলা সেখানে তুলে ধরা হচ্ছে৷ শিল্পকর্মগুলিতে নানা সামাজিক বিষয়, সমাজতান্ত্রিক অতীত, নারীদের পরিস্থিতির প্রতিফলন দেখা যায়৷
শহরের পুরানো অংশ সংস্কার করা হয়েছে৷ সরু গলিতে অতীতে মালপত্র বোঝাই খচ্চড় একে অপরের পাশ কাটিয়ে চলে যেতে পারতো৷ বেশিরভাগ বাড়িঘর ঊনবিংশ শতাব্দীতে তৈরি৷ যেমন একটি ভিলা শহরের পুরানো অংশে অন্যতম সুন্দর সংরক্ষিত ভবন হিসেবে পরিচিত৷ ওয়েসেলিনা সারিয়েভা বলেন, ‘‘প্লভডিফ শহরের এই নৃতাত্ত্বিক মিউজিয়াম ভবন বারোক রীতির নির্মাণশৈলির আদর্শ নিদর্শন৷ যে রাতে মানুষ বিনামূল্যে মিউজিয়াম ও গ্যালারিতে প্রবেশ করতে পারেন, সে সময়ে এখানেও দ্বার উন্মুক্ত থাকে৷''
একটু উঁচু জায়গায় পৌঁছলে উপর থেকে শহরের দারুণ দৃশ্য দেখা যায়৷ ৭টি টিলার উপর ছড়ানো প্লভডিফ ইউরোপের প্রাচীনতম শহরগুলির অন্যতম৷ ওয়েসেলিনা বলেন, ‘‘জায়গাটা খুব ভালো লাগে৷ বই নিয়ে এখানে চলে আসি৷ এখানকার অন্তর্নিহিত শক্তি সত্যি অসাধারণ৷ কারণ এই টিলার উপর খ্রীষ্টপূর্ব ৪,০০০ বছর আগে শহরের প্রথম বসতির চিহ্ন রয়েছে৷ আর এখন এখানে তরুণ প্রজন্মকে দেখতে পাচ্ছেন৷''
শহরের কেন্দ্রস্থলে আর্টনিউজ ক্যাফে সাংস্কৃতিক কর্মীদের মিলনকেন্দ্র হয়ে উঠেছে৷ ওয়েসেলিনা সারিয়েভা ও তাঁর মা এই ক্যাফে ও সংলগ্ন গ্যালারির প্রতিষ্ঠাতা৷ ইতোমধ্যে বুলগেরিয়ার বাইরে থেকেও শিল্পবোদ্ধারা সেখানে এসে শিল্পসামগ্রী কেনেন৷
ওয়েসেলিনাকে বিদায় জানিয়ে এবার শহরের উত্তরে তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পাড়ায় যাবার পালা৷ আগে সেখানে যানজট লেগেই থাকতো৷ এখন চারিদিকে বাচ্চাদের স্ট্রলার দেখা যায়৷ সৃজনশীল মানুষের এই স্বর্গরাজ্য স্টার্ন-এর মতো স্ট্রিটআর্ট শিল্পীকেও আকর্ষণ করে৷ তিনি বুলগেরিয়ার অন্যতম পরিচিত স্প্রেয়ার৷ ভাগ্য ভালো থাকলে তাঁকে কাজ করতেও দেখা যায়৷
চলতি বছর প্লভডিফ শহরে কিছু বাড়তি আকর্ষণ থাকছে৷ কোনো একটি বড় ইভেন্ট নয়, বরং অনেকগুলি ছোট অনুষ্ঠানের মাধ্যমে শহরের এই বিশেষ মর্যাদার মূলমন্ত্র তুলে ধরা হচ্ছে৷ ‘টুগেদার' বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটাচ্ছে৷
আন্দ্রেয়া কাসিস্কে/এসবি