বুরকিনা ফাসোতে শতাধিক নিহত
২৫ ডিসেম্বর ২০১৯বুরকিনা ফাসো ও সাহেল অঞ্চলে জঙ্গি হানা ও প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়৷ তা সত্ত্বেও মঙ্গলবার গভীর রাতে জঙ্গি হানার পর যে ভাবে শতাধিক লোকের প্রাণ গেল তা অভূতপূর্ব৷ এর মধ্যে ৩৫ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন এবং সেনা ও সন্ত্রাসবাদী লড়াইয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে৷
সরকার ও সেনার পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীরা উত্তর বুরকিনা ফাসোর শহর আরবিন্দা আক্রমণ করে৷ প্রথমে তারা পাশের এলাকায় সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে যায় সেখানে ব্যর্থ হয়ে আরবিন্দাতে আসে৷ সেখানেও সেনা তাদের প্রতিহত করলে তারা পালাতে থাকে৷
পালাবার সময়ই এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৫ জন সাধারণ মানুষকে মারে৷ তার মধ্যে ৩১ জন নারী৷
সেনা ওই জঙ্গিদের তাড়া করে৷ সেনার গুলিতে আশি জনের মতো জঙ্গি নিহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে জঙ্গিদের ব্যবহার করা মোটর বাইক ও প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গুলি৷
সপ্তাহখানেক আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই এলাকায় সফর করে গিয়েছেন৷ জি ৫সাহেল দেশগুলিতে কয়েক হাজার ফরাসি সেনা রয়েছে৷ এই পাঁচ দেশের মধ্যে রয়েছে বুরকিনা ফাসোও৷ জঙ্গিগোষ্ঠীগুলির মোকাবিলা করার জন্যই ফরাসি সেনা সেখানে রয়েছে৷ ফ্রান্স, অ্যামেরিকা ও জি ৫ সাহেল দেশগুলির চেষ্টা সত্ত্বেও তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি৷ পুরো এলাকার দখলদারিও নেওয়া সম্ভব হয়নি৷ ২০১৫ থেকে বুরিকনা ফাসো, মালি, চাড সহ দেশগুলিতে বারবার আক্রমণ করে জঙ্গিরা কয়েকশো সাধারণ লোককে হত্যা করেছে৷ কয়েক লাখ লোক নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়েছেন৷ ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না৷
জিএইচ/এসজি (রয়টার্স,এপি)