বুয়েটে রাজনীতি নিষিদ্ধ
১১ অক্টোবর ২০১৯একই সঙ্গে আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন৷
শুক্রবার বিকালে বুয়েট মিলনায়তনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের শুরুতেই উপাচার্য এসব তথ্য জানান৷
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বুয়েট প্রশাসন চাইলে তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে৷ বৃহস্পতিবার বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘... অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো মেনে নেয়া যায়৷''
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ দিন ধরে উত্তাল বুয়েটে ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকালে বৈঠকে বসেছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম৷
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইদুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ ছাড়াও কয়েকজন ডিন এই বৈঠকে উপস্থিত আছেন৷
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)