বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর টোকিও
৯ জুলাই ২০০৯সংস্থাটি বলছে, পৃথিবীর বিভিন্ন শহরের মানুষের বাড়ি তৈরির খরচ, যাতায়ত ব্যয়, খাবার পোশাক বা বিনোদনের মতো বিষয়গুলি তুলনা করেই এই তথ্য প্রকাশ করা হয়েছে৷
সমীক্ষাটিতে দেখা যাচ্ছে, এশিয়া এবং ইউরোপের দেশগুলো সবচেয়ে ব্যহবহুল দেশের যে তালিকা তৈরি করা হয়েছে তার শীর্ষ দশেই আছে৷ কিন্তু গতবার যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান ছিল যথেষ্ট উপরের দিকে৷
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে ডলার, ইউরো বা যে কোন মুদ্রার মূল্যমান উঠা নামা করেছে বার বারই৷ মারসার নামের এই সংস্থার সিনিয়র গবেষণা কর্মকর্তা নাটহালি কন্সটানটিন মিত্রাল বলছেন, ২০০৮ জুড়েই বিশ্বের সকল দেশের অর্থনীতিতে বিশ্বমন্দা আঘাত হেনেছে৷ যা এবছরে ব্যয়বহুল শহরের তালিকা তৈরিতে গভীরভাবে প্রতিফলিত হয়েছে৷
তিনি আরো বলছেন, অনেক দেশের মুদ্রাই এমন কি ইউরো এবং বৃটিশ পাউন্ডও অনেক দূর্বল হয়ে পড়েছিল ডলারের তুলনায়৷ যার করণে ইউরোপের অনেক দেশই গতবার তালিকার উপর দিকে থাকলেও এবার অনেকটাই পিছনের দিকে৷
এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানেরই অপর শহর ওসাকা৷ জাপানের আরো তিনটি শহর রয়েছে শীর্ষ তিরিশের তালিকায় ৷ শহরগুলো হলো শাংহাই, শেনজেন্ ও গুয়াংজু৷ পর্যাক্রমে তালিকায় এদের অবস্থান ১২, ২২ এবং ২৩ নম্বর ৷
ইউরোপের দেশ জার্মানি রয়েছে শীর্ষ দশের তালিকায় ৷ দেশটির অবস্থান ৮ নম্বরে৷ এছাড়া ইউরোপের অন্যান্য দেশর মধ্যে স্পেন ১১ নম্বরে৷ সুইডেন, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি রয়েছে তালিকার ৩৬ থেকে ৪৮ নম্বরে৷ ইউরোর বিনিময় মূল্য এবং ডলারের বিনিময় মূল্যর মধ্যে হঠাত পার্থক্য কমে যাওয়ার কারণেই এবছর তালিকায় ইউরোপের এই অবস্থান বলে জানাচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা৷
নিউইয়র্কের অধিবাসীদের জীবন যাত্রার বিভিন্ন মানের সঙ্গে তুলনা করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানাচ্ছে মারসার৷ বিবেচনায় রাখা হয়েছে ১০০টি বিষয়৷ আর বিভিন্ন দেশের সঙ্গে মূল্য তুলনা করা হয়েছে ২০০টি পণ্যের ৷
আলোচিত অন্যান্য শহরের মধ্যে প্যারিস রয়েছে ১৩ নম্বরে, লস এ্যান্জেলেস ৩২ নম্বর থেকে উঠে এসেছে ২৩ নম্বরে আর ওয়াশিংটন ৬৬ নম্বর থেকে ৪১ নম্বরে৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আবদুস সাত্তার