1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘতম কাঁচের সেতুতে উঠবেন নাকি?

৮ জুলাই ২০১৬

বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুটি নির্মাণ করেছে চীন৷ চীনের ঝাংজিয়াজি প্রদেশের এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় গত মে মাসে৷ ৩০০ মিটার উঁচুতে অবস্থিত সেতুটিতে উঠে মানুষের কী প্রতিক্রিয়া হয়েছে, সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়৷

https://p.dw.com/p/1JLrV
চীনের কাঁচের সেতু
ছবি: Associated Press/YouTube

কাঁচ ও ইস্পাতের এই সেতুটির দৈর্ঘ্য ১২৩০ ফুট৷ আর ৩০০ মিটার উঁচুতে এর অবস্থান৷ তাই যাদের উচ্চতা ভীতি আছে, বা নেই, তাদের যে কেউ সেখানে গেলে আতঙ্কিত হতে পারেন৷ কেননা আপনার মনে হতে পারে শূন্যে ভাসছেন আপনি, বা পিছলে পড়ে যাচ্ছেন আপনি৷ এই সেতু নির্মাণে খরচ হয়েছে ২৬ লাখ মার্কিন ডলার৷

চীনের ইউনতাই পাহাড়ে অবস্থিত এই সেতুটি৷ দর্শনার্থীদের ভয় ভাঙাতে নির্মাণকর্মীরা বড় হাতুড়ি দিয়ে বার বার আঘাত করেন সেতুটিতে৷ এমনকি গাড়িও চালিয়ে নেওয়া হয়৷ লক্ষ্য এটাই প্রমাণ করা মানুষের হাঁটাচলায় ভাঙবে না সেতু৷

কর্তৃপক্ষ দাবি করেছে, এটিই পৃথিবীর সর্বোচ্চ ও সবচেয়ে বড় কাঁচের সেতু৷ ব্রিজে উঠে দর্শনার্থীদের ভয় পাওয়ার ভিডিওটি ফেসবুকে কয়েক কোটি মানুষ দেখেছে৷ শেয়ারও করেছে প্রচুর৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য