বিশ্বকাপে স্মার্টফোনে নজরদারি
৪ জুন ২০১৮জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া এ নিয়ে সবচেয়ে সরব৷ রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেব্রুয়ারিতে দেয়া এক নিরাপত্তা বিবৃতিতে ব্যক্তিগত ইলেক্ট্রনিক ডিভাইস রাশিয়ায় না নিয়ে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে৷
ম্যুলহাইম আন ডেয়ার রুর শহরের কর্মকর্তা ফ্রাঙ্ক স্টাইনফোর্ট বলছেন, ‘‘ব্যক্তিগত মোবাইল ফোনে জরুরি ফোনবুক না রাখারও অনুরোধ করা হয়েছে৷''
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস জানিয়েছে, এর আগেও রাশিয়া ও তুরস্ক এমন ঘটনা ঘটিয়েছে৷ অনেক ঘটনাতেই পর্যটকদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে৷ পরবর্তীতে সেগুলো ফেরত দেয়া হলেও দেখা গেছে সেগুলোর অনেককিছুই পড়া হয়েছে৷ ‘‘এমন কিছু ঘটনার কারণে গত বছর অক্টোবরে তুরস্ক ও রাশিয়া ভ্রমণে কিছু সতর্কতা জারি করা হয়েছিল৷''
জার্মানিতে ৩০ টি বিপজ্জনক দেশের তালিকায় আছে রাশিয়ার নাম৷ কূটনীতিক, রাষ্ট্রীয় ও সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা৷ এইসব দেশে ভ্রমণ করার সময় জার্মান উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা বিধিনিষেধের সম্মুখীন হতে হয়৷
বিশ্বকাপে অংশগ্রহণকারীদের ফ্যান আইডি নেয়ার বাধ্যবাধকতার কারণে এ সন্দেহ আরো বেড়ে চলেছে৷ এই আইডি অনেকটা ফ্যান পাসপোর্টের মতো৷ ২০১৭ সালের কনফেডারেশনস কাপে প্রথম এটি পরীক্ষামূলকভবো চালু করা হয়৷ তবে এই আইডি পেতে গ্রাহকদের প্রচুর পরিমাণ তথ্য সরবরাহ করতে হয়৷
ইলিয়া কোভাল/এডিকে