1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৮৩: ওয়েস্ট ইন্ডিজের সাম্রাজ্যে ভারতের হানা

৭ ফেব্রুয়ারি ২০১১

ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাম্রাজ্যে যে দলটি প্রথম সবচেয়ে বড় আঘাত হানে সেটি ভারত৷ ১৯৮৩ সালের বিশ্বকাপের সময় ভারতীয় দলের অনেক সদস্য বোধহয় ভাবতে পারেননি তারা বিশ্বকাপ জিততে চলেছেন৷

https://p.dw.com/p/10CPm
কপিল দেবছবি: AP

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনাল খেলার আশা হারায় পাকিস্তান৷ অন্য ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে ফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের ডার্ক হর্স ভারত৷

ফাইনালের শুরুটাও তেমন ভালো হয়নি কপিল দেবের দলের৷ মাত্র ১৮৩ রান করতেই ক্যারিবীয় বোলারদের সামনে গুটিয়ে যায় তারা৷ সবাই মনে করছিল, এবারের বিশ্বকাপ ট্রফিটি বুঝি আবারও দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে৷ ভিভ রিচার্ডসের নেতৃত্বে ক্যারিবীয়রা এক পর্যায়ে এক উইকেটে ৫০ রান তুলে ফেলে৷ ঠিক এই সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মদন লাল এবং মহিন্দর অমরনাথ৷ তাদের ঘূর্ণিতে একে একে পরাস্ত হতে থাকেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা৷ দুইজনেই তিনটি করে উইকেট দখল করেন৷ মাত্র ১৪০ রানে যখন ওয়েস্ট ইন্ডিজ অল আউট গোটা লর্ডস যেন ভেঙ্গে পড়ে ভারতীয় দর্শকদের উল্লাসে৷