1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল নিয়ে বাজি এবার চরমে

২৬ মে ২০১৪

ফুটবলের জুয়া, ফাটকা, সাট্টা বা বেটিং, যাই বলুন, তার ‘বুকি’ বা দালালরা অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদি বানিয়ে ইন্টারনেট যুগের স্মার্টফোন, ট্যাবলেটধারীদের দলে আনার চেষ্টা করছেন৷ নতুন খদ্দেররা খেলা চলাকালীনই বাজি ধরার সুযোগ পাবেন৷

https://p.dw.com/p/1C6YX
Ankunft der brasilianischen Nationalmannschaft Mai 2014
ছবি: CBF

স্লোগানটা হলো: লাইভ ম্যাচ অ্যাকশন – যার ফলে এবারকার বিশ্বকাপ সারা বিশ্বের বুকমেকারদের পক্ষে একটি সর্বকালের অর্থকরী ব্যবসা হয়ে উঠতে পারে৷ এমনকি গতবারের বিশ্বকাপে তাঁরা যা রোজগার করেছিল, এবারকার বিশ্বকাপে তার দ্বিগুণ মুনাফা হওয়াটাও কিছু আশ্চর্যের নয়৷

সাধারণভাবেই বলা যেতে পারে যে, বিগত কয়েক বছরে ফুটবল নিয়ে বাজি ধরাটা জনপ্রিয়তায় প্রায় ঘোড়দৌড়কে ধরে ফেলেছে: কথাটা বিশেষ করে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য৷ সেখানকার বুকমেকাররা এবার বেটিং শপ-এর চেয়ে অনলাইন বেটিং থেকেই বেশি বেট টানবেন বলে আশা করছেন – বিশেষ করে তরুণ গ্যাম্বলারদের কাছ থেকে৷

05.2014 My World Cup Teaser

তরুণ প্রজন্ম লাইভ টিভি অ্যাকশন দেখে অভ্যস্থ; যেমন সেই অ্যাকশনের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনটা টেনে নিয়ে কোনো বেট প্লেস করা, অর্থাৎ বাজি ধরাটাও তাঁদের কাছে সম্পূর্ণ স্বাভাবিক বলেই মনে হয়৷ পান্টাররা যে খেলা চলাকালীন খেলার অসংখ্য খুঁটিনাটি নিয়ে বাজি ধরতে পারেন, সেটাও এই নতুন জুয়াড়িদের কাছে একটা বিশেষ আকর্ষণ৷

একক প্লেয়ারদের নিয়েই সবচেয়ে বেশি বাজি ধরা যায়: তারা গোল করবে কিনা; লাল কিংবা হলুদ কার্ড দেখবে কিনা৷ বাকি রইল অ্যাকশন: ম্যাচে ক'টা কর্নার হবে, ইত্যাদি৷ কোনো কোনো বুকমেকার নাকি শুধু একটি ম্যাচের উপরেই এ ধরনের প্রায় আড়াই'শো বাজি ধরার রেখেছেন৷

অ্যাপল স্টোর-এ অ্যাপ, মোবাইল বেটিং, এগুলোই এখন ইনডাস্ট্রির ডালভাত হয়ে দাঁড়াচ্ছে – পরে হয়ত একদিন জলভাত হয়ে উঠতে পারে৷ লাইভ ম্যাচ পেজ, গেস্ট ব্লগার হিসেবে নামকরা সব পুরনো প্লেয়ার, এ সবই পরীক্ষা করা হয়ে গিয়েছে এবং হচ্ছে৷ এছাড়া রয়েছে যাকে বলা হয় অ্যাকুম্যুলেটর বেট: অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট বাজি, যেমন আটটি গ্রুপে কোন আটটি দল জিতবে৷

তবে যুক্তরাজ্যে এবার একটি পরিবর্তন চোখে পড়ার মতো: পান্টার বা যাঁরা বাজি ধরছেন, তাঁদের মধ্যে অহেতুক দেশপ্রেম দৃশ্যত এবার মাথা চাড়া দেয়নি৷ ব্রিটেনের বিশ্বকাপ জেতার বাজি ধরা হচ্ছে ২৮-১, সেক্ষেত্রে ব্রাজিলের ৩-১৷ অবশ্য বাজি এক ব্যাপার আর ফুটবল আরেক ব্যাপার: ফুটবল সব সময়েই তার নিজের মর্জি মতো চলে, যদি না ম্যাচ ফিক্সিং...

এসি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য