‘নতুন ব্রাজিল'
৬ ডিসেম্বর ২০১৩এমন সব খবর আর অভিযোগের মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হবে ২০১৪ সালের বিশ্বকাপের ‘ড্র'৷ বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের উপকূলীয় শহর কস্টা ডু সাউইপি-তে বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর ভাগ্য নির্ধারণের অনুষ্ঠান শুরু হবে৷ প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে এক ‘নতুন ব্রাজিল'-কে তুলে ধরার প্রস্তুতি নেয়া হয়েছে৷ নতুন বলা হচ্ছে এ কারণে যে, কয়েকমাস আগে কনফেডারেশন্স কাপের সময় টেলিভিশনের কারণে বিশ্ববাসী ব্রাজিলের অন্য রূপ দেখতে পেয়েছে৷ সেসময় ফুটবলের খবর প্রচারের পাশাপাশি চলমানরত দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর নেয়া পদক্ষেপের ছবিও স্থান পায় বিশ্ব মিডিয়ায়৷
ফলে ব্রাজিল মানেই যে সাম্বার ছবি এতদিন ভেসে উঠতো সবার মনে, তাতে হয়ত কিছুটা প্রলেপ পড়ে থাকতে পারে৷ এবার সেটা মুছে ফেলে আবারও ব্রাজিলের ইতিবাচক ছবি ফুটিয়ে তুলতে চাইছেন ড্র অনুষ্ঠানের আয়োজকরা৷
তবে...
আয়োজকরা ভালো কাজের প্রস্তুতি নিলেও উপস্থাপক নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে৷ ব্রাজিলের গণমাধ্যমে খবর বেরিয়েছে, ফিফা নাকি রং এর কথা বিবেচনা করে দুই আফ্রো-ব্রাজিলিয়ানকে বাদ দিয়ে অন্য দু'জনকে উপস্থাপনার সুযোগ দিয়েছে৷ সাও পাওলোতে এ নিয়ে মামলার পর এখন তদন্ত চলছে৷ ফিফা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷
বিক্ষোভের ডাক
ড্র অনুষ্ঠানের সময় বিক্ষোভ দেখাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ‘অ্যানোনিমাসব্রাজিল' নামের একটি গোষ্ঠী৷ ১১ বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে তারা৷
জটিল প্রক্রিয়া
ড্র-এর মাধ্যমে ৩২টি দেশকে আটটি গ্রুপে ফেলা হবে৷ একই গ্রুপে যেন এক মহাদেশ থেকে দুটো দল না থাকে সে চেষ্টা করা হবে৷ তবে ইউরোপ থেকে ১৩টি দেশ থাকায় কয়েকটি গ্রুপে দুটো ইউরোপীয় দেশ থেকেই যাবে৷
তারকার মেলা
ড্র অনুষ্ঠানের মঞ্চে সাবেক আট তারকা ফুটবলারকে দেখা যাবে৷ এর মধ্যে থাকছেন বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করা একমাত্র ফুটবলার জিওফ হুর্স্ট৷ থাকবেন ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়ে দলের বেঁচে থাকা একমাত্র ফুটবলার আলসিদেস ঘিগিয়া৷ তাঁর বয়স এখন ৮৬৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)