বিশ্বকাপ
২৪ ডিসেম্বর ২০১২জার্মান সাপ্তাহিক ‘ফোকাস'কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন আশাব্যঞ্জক ভবিষ্যদ্বাণী করলেন বিয়ারহফ৷ চ্যাম্পিয়নস লিগে জার্মান ফুটবল লিগের তিনটি দলের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা চাই এবং আমরা শিরোপা জয় করতেও পারবো৷ আমাদের দলে এখন অনেকগুলো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় রয়েছে৷ আমরা ইউরো ২০১২ আসরের ভুলগুলো থেকে শিখেছি এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অভিজ্ঞতা আমাদের উচ্চাকাঙ্খী দলের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে৷ বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড, শালকে এবং বায়ার্ন মিউনিখের সাফল্য আমাদের দলের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে৷'' তবে জার্মান দলের সম্ভাব্য বড় মাপের এই সাফল্যের জন্য স্পেন এবং বার্সেলোনার সফল দলের আদলে একটি নতুন ব্যবস্থা দাঁড় করানোর সুপারিশ করেন বিয়ারহফ৷
এদিকে, জার্মান ফুটবল লিগের চলতি মৌসুমের শীতকালীন বিরতিতে ঘটছে কিছু জায়গা বদলের ঘটনা৷ ভোল্ফসবুর্গের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ন্যুরেমব্যার্গ ছেড়ে যাচ্ছেন ডিটার হেকিং৷ দলের ওয়েবসাইটে ভোল্ফসবুর্গ প্রকাশ করেছে যে, ২০১৬ সাল পর্যন্ত সময়ের জন্য প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন হেকিং৷ গত ২৫শে অক্টোবর ফেলিক্স মাগাথ ভোল্ফসবুর্গ ছেড়ে গেলে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্বে ছিলেন ৬০ বছর বয়সি লোরেন্স গ্যুন্থ্যার ক্যোস্টনার৷ এবার ক্যোস্টনারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৪৮ বছর বয়সি হেকিং৷
অন্যদিকে, বুন্ডেসলিগার অপর দল শালকে'র সাথে ২০১৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হুন্টেলার৷ দলের ওয়েবসাইটে ২৯ বছর বয়সি হুন্টেলার লিখেছেন, ‘‘আমি বেশ দীর্ঘ সময় ধরে এই সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা করেছি৷ আমি দলের কর্তৃপক্ষে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তারা আমাকে ভাবনার জন্য এই সময়টা দিয়েছিলেন৷ তবে আমি এখন সেটাই বেছে নিয়েছি যা আমার জন্য স্বস্তিকর বলে মনে হয়েছে৷ আসলে আমি শালকে'তে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি৷ আমি বিশ্বাস করি যে, বুন্ডেসলিগা মৌসুমের দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবো৷''
এএইচ / জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)