বিশ্ব সংস্কৃতি: নতুন বছরে যা দেখবেন
নতুন বছরে বিশ্ব সংস্কৃতিতে বেশ কিছু উল্লেখ করার মতো ঘটনা ঘটবে৷ ক্যালেন্ডারের পাতা মিলিয়ে চাইলে আপনিও হতে পারেন ওই সব ঘটনার চাক্ষুষ সাক্ষী৷
মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, ১৫০ বছর
বিশ্বখ্যাত জাদুঘরগুলোর একটি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট৷ নতুন বছরে নিজেদের ১৫০ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নতুন এবং অসাধারণ কিছু প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন তারা৷
বেঠোফেন, ২৫০ বছর
বিশ্ববিখ্যাত এই সুরকারের আসল জন্ম তারিখ নিয়ে দ্বিমত রয়েছে৷ সবচেয়ে বেশি স্বীকৃত ১৭ ডিসেম্বর ১৭৭০৷ নতুন বছরে বেঠোফেনের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনে, বিশেষ করে তাঁর জন্মস্থান বন শহর ও বাসস্থান ভিয়েনায় বড় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে৷
রাফায়েল, ৫০০
রাফায়েল বা রাফায়েল্লো; রেনেসাঁ যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী৷ নিখুঁত ও সৌন্দর্যময় চিত্রকর্মের জন্য তিনি জগৎখ্যাত৷ ১৪৮৩ সালে ইটালিতে জন্মগ্রহণ করেন তিনি, মাত্র ৩৭ বছর বয়সে মারা যান৷ ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও রোমসহ বিশ্বজুড়ে প্রায় সব মিউজিয়াম এই চিত্রশিল্পির ৫০০তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করছে৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জার্মানির পুনর্মিলন
জার্মানির বিনাশর্তে আত্মসমর্পণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের হীরক জয়ন্তী পালন হবে ২০২০ সালে৷ অন্তত ইউরোপ জুড়ে বিভিন্নভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালিত হবে৷ ২০২০ সালের ৩ অক্টোবর জার্মানিও তাদের একত্রীকরণের ৩০তম বার্ষিকী পালন করবে৷
ওবারআমাগাও প্যাশন প্লে
ঈশ্বরকে দেওয়া প্রতিশ্রুতি পালনে জার্মানির আপার বাভারিয়ার ছোট্ট একটি গ্রামে ১০ বছর পরপর ‘দ্য ওবারআমাগাও প্যাশন প্লে’ হয়৷ আগামী বছর মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এই নাটক প্রদর্শিত হবে৷ ১৬৩৩ সালে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা থেকে বাঁচাতে ঈশ্বরের প্রতি নিবেদন হিসেবে ওবারআমাগাওবাসী এই নাটক করা শুরু করে, যেখানে যিশুর প্রতি প্রেম ও তাঁর মৃত্যু দেখানো হয়৷
দুবাইয়ে এক্সপো ২০২০
আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এক্সপো ওয়ার্ল্ড ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ সেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সর্বাধুনিক প্রযুক্তি, সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে হাজির হবে৷