1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব বাঙালির মিলনমেলা

সমীর কুমার দে, ঢাকা২৫ ফেব্রুয়ারি ২০০৯

শুধু বাংলাদেশের নয় – বাংলা ভাষাভাষী মানুষের মেলবন্ধনের কেন্দ্র হয়ে উঠছে একুশে বইমেলা৷ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি কবি-সাহিত্যিকরাও বইমেলাকে উপলক্ষে ছুটে আসছেন৷

https://p.dw.com/p/H0nL
অমর একুশে গ্রন্থমেলা৷ছবি: DW/Mamun

মেলায় প্রকাশিত হচ্ছে প্রবাসী লেখকদের প্রচুর বই৷ একুশের বইমেলা আর বাংলা একাডেমীর সীমানায় আবদ্ধ নেই৷ স্যাটেলাইট চ্যানেলগুলো সরাসরি অনুষ্ঠান সম্প্রচার এবং সংবাদ প্রচারের মাধ্যমে এই বইমেলাকে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের বাঙালিদের কাছে৷ সংবাদপত্রগুলো তো বটে, কয়েকটি ওয়েবসাইটও বইমেলা সম্পর্কে নতুন নতুন তথ্য দিচ্ছে প্রতিদিনই৷

প্রবাসী লেখকরা – যাঁরা বছরে একবারের বেশি দেশে আসার সুযোগ পাননা, তাঁরাও আসেন বইমেলাকে সামনে রেখে৷ ব্রিটেন থেকে অনেকেই এসেছেন এবারের মেলায়৷ নন্দিত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী কয়েক বছর পর দেশে এসেছেন বইমেলাকে সামনে রেখেই৷ অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি এখনো বইমেলায় আসতে না পারলেও মঙ্গলবার মেলায় এসেছে তাঁর নাটকের বই ‘পলাশি থেকে ধানমন্ডি'৷ প্রকাশ করেছে জ্যোৎস্না পাবলিশার্স৷ ইংল্যান্ড থেকে শামীম আজাদ, মাসুদা ভাট্টিও দেশে এসেছেন বইমেলাকে উপলক্ষ্য করে৷ তাঁদেরকে মেলায় ঘুরে বেড়াতে দেখা গেছে৷ ব্রিটেন থেকে আরো এসেছেন সেখানকার সর্ববৃহৎ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘সংহতি সাহিত্য পরিষদ'এর কর্মকর্তা কবি ফারুক আহমেদ রনি, কবি আবু তাহের ও হেলাল উদ্দিন৷ সংহতির আয়োজনে জাতীয় জাদুঘরে বুধবার প্রবাসীদের পক্ষ থেকে গাফ্ফার চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়েছে৷ বইমেলায়ও রয়েছে সংহতি সাহিত্য পরিষদের স্টল৷ এখানে প্রদর্শন করা হচ্ছে প্রবাসীদের লেখা বইগুলো৷ রয়েছে সালেহা চৌধুরীর উপন্যাস ‘ব্রিটেন একটি দ্বীপ', বাংলা কবিতা উৎসব লন্ডন ২০০৮ এর স্মারকগ্রন্থ ‘সংহতি', তৃতীয় বাংলার লেখক পরিচিতি ‘সংহতি' ইত্যাদি বই৷

Amar Ekushey Book Fair
বইমেলায় ডয়চে ভেলের জমজমাট উপস্থিতি৷ছবি: DW/Mamun

মেলায় প্রবাসীদের বই নিয়ে রয়েছে আরেকটি স্টল – স্টলার'স পাবলিশার্স৷ এখান থেকে বেরিয়েছে প্রবাসী লেখক বুলবুল চৌধুরীর উপন্যাস ‘কত রাধিকা ফুরালো' ও মুরশেদ আলমের ‘গ্রাসরুট পলিটিক্স'৷ কানাডা থেকে বইমেলায় এসেছেন কবি ইকবাল হাসান৷ তাঁর ‘নির্বাচিত ১০০ কবিতা' প্রকাশিত হয়েছে এবারের মেলায়৷ কানাডা আরো থেকে এসেছেন লেখক জালাল কবির৷ মেলায় তার ‘বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা' প্রকাশিত হয়েছে৷

জার্মান প্রবাসী আবদুল্লাহ আল হারুনের ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে' মেলায় এনেছে র‌্যামন পাবলিশার্স৷ ইউরোপের মৃত্যুপথযাত্রীদের সঙ্গদানকারী হজপিস আন্দোলনের একজন কর্মী হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন তিনি৷

অনেক লেখক আবার কর্মসূত্রে প্রবাসে থাকলেও মূল ধারার লেখক হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছেন৷ জ্যোতিপ্রকাশ দত্ত, পুরবী বসু, গোলাম মুরশিদ, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ প্রমুখের একাধিক বই এসেছে মেলায়৷ মার্কিন প্রবাসী মিনা ফারাহ'রও দু'টি বই এসেছে এবারের মেলায়৷

জাপান প্রবাসী কবি মোতালেব শাহ আইয়ুবের কবিতার বই ‘রোদ বিকেলের গল্প' এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয় মঙ্গলবার বইমেলার নজরুল মঞ্চে৷ প্রবাসী জিন বিজ্ঞানী আবেদ চৌধুরীকেও মঙ্গলবার দেখা গেছে বইমেলায়৷ তিনি তরুণ লেখক রিযওয়ান ওমরের বিজ্ঞান বিষয়ক ‘ন্যানোটেকনোলজি' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন৷