পুলিশের প্রস্তুতি
১০ ডিসেম্বর ২০১২রোববার ঢাকাসহ সারাদেশে সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি ও তার ১৮ দলীয় জোট৷ আট ঘণ্টার এই অবরোধ শেষ হবে দুপুর ২টায়৷ বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই অবরোধে ঢাকা শহরেও কোন যানবাহন চলবে না৷ কারণ তারা সড়কেই অবস্থান নেবে৷ আর সেই ঘোষণা অনুয়ায়ী, তারা ঢাকার প্রবেশপথসহ রাজধানীর কমপক্ষে ১০টি জায়গার সড়কে অবস্থান নিয়েছেন৷ এই অবরোধ কর্মসূচি সফর করতে বিএনপি শনিবার রাজধানীতে ব্যাপক গণসংযোগ করেছে৷ সেখানে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন অবরোধে বাধা দিল তারা লাগাতার হরতাল দেবেন৷ আর বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করা হলে তাদের নেতা-কর্মীরা রাজপথ ছাড়বে না৷
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানিয়েছেন অবরোধ পালন যার যার পছন্দের ব্যাপার৷ তবে কাউকে জোর করে ঘরে রাখা যাবে না৷ গাড়ি চলাচলে বাধা দেয়া যাবে না৷ তা করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে৷ তিনি জানান অবরোধে সাধারণ মানুষের কাজকর্ম এবং চলাচলে যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য মোবাইল কোর্ট থাকছে৷ তারা তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা করবে৷
এদিকে গতরাতে ঢাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে৷ ফলে রাত থেকেই রাজধানীতে ভীতি ছড়িয়ে পড়েছে৷ নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি'র নেতৃত্বে ১৮ দল এই অবরোধ কর্মসূচি পালন করছে৷