বিএনপি’র অভিযোগ
১০ মে ২০১২গত ২৯শে এপ্রিল রাতে দু'দিনের হরতাল চলাকালে তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়৷ ঐ রাতেই সেই ঘটনায় বিএনিপি'র নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়৷ পুলিশ ঘটনার পর, তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে৷
আর বৃহস্পতিবার, আদালতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ ঐ বিভাগের পরিদর্শক নুরুল আমিন মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে গ্রেপ্তারি পরওয়ারা জারির আবেদন জানান৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, দ্রুত বিচার আইনের মামলায় সাত দিনের মধ্য চার্জশিট দেয়ার বাধ্যবাধকতা আছে৷ তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই চার্জশিট দেয়া হয়েছে৷ এই মামলার আসামিরা সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন৷ তাই পরবর্তী পদক্ষেপ এখন আদালতের হাতে৷
এই মামলায় মোট সাক্ষী করা হয়েছে ১৮ জনকে৷ চার্জশিট দাখিলের পর পাবলিক প্রসিকিউর আব্দুল্লাহ আবু জানান, এখন দ্রুতই মামলার বিচার কাজ শুরু হবে৷
এদিকে, ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন চার্জশিটের নিন্দা জানিয়ে বলেছেন, সরকার এখন গণরোষ থেকে বাঁচতে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে৷
অন্যদিকে, হরতালে নাশকতার অভিযোগে সারা দেশে দায়ের করা ২৫টি মামলায় তিন সপ্তাহের আগাম জামিন পেয়েছেন যুবদল সভাপতি মোজ্জেম হোসেন আলালসহ সংগঠনের নেতা-কর্মীরা৷ হাইকোর্ট তাদের আজ এই জামিন দেয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ