রাজনীতি
২১ মে ২০১২প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জন বিরোধী জোট নেতার বিরুদ্ধে দেয়া পুলিশি প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত৷ পাশাপাশি আদালত জামিনে থাকা মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷
এছাড়া আদালত এই মামলায় জামায়াতের তিন পলাতক আসামি ভারপ্রাপ্ত নায়েবে আমির মকবুল আহমদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইদী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন৷
সোমবার মুখ্য মহানগর হাকিম এরফান উল্লাহ শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন এবং এই আদেশ দেন৷ আদালতের আদেশের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, জামিন অযোগ্য ধারায় এই মামলায় হওয়ায় আদালত মাহবুব উদ্দিন খোকনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন৷
আদালতে শুনানির সময় বিরোধী জোট নেতাদের কাউকেই কারাগার থেকে আদালতে আনা হয়নি৷ মির্জা ফখরুলসহ এ মামলায় ৪১ জন নেতাকর্মী কারাগারে আটক আছেন৷ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২১ মে পর্যন্ত তাকে জামিন দেন৷ সোমবারই তার জামিনের মেয়াদ শেষ হলে আদালত তার জামিন মেয়াদ না বাড়িয়ে জেলে পাঠায়৷ এদিকে আসামী পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আদালতে সরকারের হস্তক্ষেপের কারণেই তাদের জামিন হয়নি৷
আদালতের এই আদেশের পর আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ ব্যারিস্টার খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার নোয়াখালিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন