বিরাট-আনুশকার রিসেপশনের ভিডিও ভাইরাল
২২ ডিসেম্বর ২০১৭২১ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে অনুষ্ঠিত হয়েছেবিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের ‘রিসেপশন'৷ এ আয়োজনটি ছিল মূলত দুই পরিবারের সদস্য আর বন্ধু-বান্ধবদের জন্য৷ তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি৷ দু'জনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান তিনি৷
বিরাট কোহলি ও আনুশকা শর্মার সেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে৷ যা ইতিমধ্যেই ‘ভাইরাল' হয়ে ঘুরছে ইন্টারনেটে৷ ভিডিওতে দেখা গেছে আনুশকা সেজেছিলেন লাল বেনারসিতে আর কালো রঙের শেরওয়ানি পরেছিলেন বিরাট কোহলি৷
চার বছর প্রেমের সম্পর্কের পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১১ ডিসেম্বর ইটালির টাসকানি রিসোর্টেবিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা৷ বিয়ের পর ফিনল্যান্ডে হানিমুন সেরে সম্প্রতি এই নব দম্পতি ফেরেন ভারতে৷ আগামী ২৬ ডিসেম্বর মুম্বইয়ে বলিউড ও ক্রিকেট তারকাদের জন্য আরো একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন কোহলি-আনুশকা দম্পতি৷
এমএম/ডিজি