নাট্যসংগঠন বটতলার পরিচালক কাজী রোকসানা রুমা ডয়চে ভেলেকে বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে একটি সরকারের পতনের পর আমরা যখন বৈষম্যহীন একটা সমাজ ও গণতান্ত্রিক একটা দেশ দেখতে চাই, তখন বিভিন্ন শিল্পস্থাপনা ভাঙা হচ্ছে, এটা ভীষণ অন্যায়। পতন হওয়া স্বৈরাচারী সরকারের প্রতি এভাবে রাগ প্রকাশ করাটা আসলে মননে শিক্ষার অভাব।”