বিভিন্ন দেশের নির্বাচনের মান কেমন?
২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ১৬৬ দেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের মান নিয়ে সূচক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট’৷ ছবিঘরে থাকছে বিস্তারিত৷
নির্বাচনি সততার ধারণা সূচক
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট’ ২০১৯ সালের মে মাসে ‘পারসেপশন অব ইলেক্টোরাল ইন্টেগ্রিটি’ বা নির্বাচনি সততার ধারণা সূচক প্রকাশ করেছে৷ এতে ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ১৬৬টি দেশে অনুষ্ঠিত ৩৩৭টি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন কেমন হয়েছে, তা তুলে ধরা হয়৷
বিবেচনায় ১১ বিষয়
নির্বাচনি আইন, নির্বাচনের প্রক্রিয়া, আসনের সীমানা নির্ধারণ, ভোটার নিবন্ধন, দল নিবন্ধন, মিডিয়া কাভারেজ, প্রচারণার অর্থায়ন, ভোট গ্রহণের প্রক্রিয়া, ভোট গণনা, ফলাফল ও নির্বাচন কর্তৃপক্ষ- এই ১১টি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি প্রকাশ করা হয়েছে৷
একমাস পর
একটি দেশে নির্বাচন অনুষ্ঠানের এক মাস পর সেই দেশের বিশেষজ্ঞরা নির্বাচনের মান যাচাই করেন৷
সবচেয়ে ভালো নির্বাচন ডেনমার্কে
উপরে উল্লেখ করা ১১টি বিষয়ের নম্বর যোগ করে ০ থেকে ১০০-র মধ্যে স্কোর করা হয়৷ সবচেয়ে বেশি ৮৬ নম্বর পেয়ে ডেনমার্কের নির্বাচনের মান সবচেয়ে ভালো বলে বিবেচিত হয়েছে৷
সবচেয়ে খারাপ চার দেশে
সিরিয়া, বুরুন্ডি, ইকুয়েটরিলায় গিনি ও ইথিওপিয়ার স্কোর সমান- ২৪৷
বাংলাদেশের অবস্থান
২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে দুটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশ ৩৮ স্কোর করেছে৷ সে হিসেবে ১৬৬টি দেশের মধ্যে ২১টি দেশের চেয়ে বাংলাদেশের নির্বাচনের মান ভালো৷ দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তানের (৩৪) চেয়ে বাংলাদেশের নির্বাচনের মান ভালো৷ অন্যান্য দেশগুলোর স্কোর ভুটান (৬৬), ভারত (৫৯), নেপাল (৫৬), মালদ্বীপ (৫২), শ্রীলঙ্কা (৫২) ও পাকিস্তান (৪৭)৷
অন্যান্য
নির্বাচনি সততার ধারণা সূচকে কয়েকটি উল্লেখযোগ্য দেশের অবস্থান- যুক্তরাষ্ট্র (৬১), জার্মানি (৮১) ও ব্রিটেন (৬৬)৷ সূচক নিয়ে পুরো রিপোর্ট পড়তে উপরে (+) চিহ্ন ক্লিক করুন৷