বিভাজনের প্রাচীর
বার্লিন প্রাচীরের পতনের পর অনেকেই আশা করেছিলেন, যে বিশ্বে অন্যান্য প্রাচীরও উধাও হয়ে যাবে৷ কিন্তু কমার বদলে প্রাচীরের সংখ্যা বেড়ে গেছে৷ নাগরিকত্ব, ধর্ম বা সমৃদ্ধির ভিত্তিতে মানুষের বিভাজন বাড়িয়ে তুলছে সেই সব প্রাচীর৷
বাগদাদের প্রাচীর
ইরাকের রাজধানীর মাঝে প্রায় তিন মিটার উঁচু এই প্রাচীর সুন্নি ও শিয়াদের আলাদা করে রেখেছে৷ তবে সেটিই একমাত্র প্রাচীর নয়৷ ‘গ্রিন জোন’ বা সরকারের ক্ষমতাকেন্দ্রও প্রাচীর দিয়ে ঘেরা৷ নিরাপত্তার দোহাই দিলেও ইরাকের অনেক মানুষই এমন প্রাচীর পছন্দ করেন না৷ কারণ এর মাধ্যমে শহরের মানচিত্রেই কার্যত সমাজের বিভাজন মেনে নেওয়া হচ্ছে৷
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত
পানমুনজম-এর প্রাচীর মাত্র কয়েক সেন্টিমিটার উঁচু, কিন্তু তা পার হওয়া সহজ নয়৷ কোরীয় উপদ্বিপের দুই শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সীমান্তের প্রতীক এই প্রাচীর৷ কমিউনিস্ট উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ৷ অন্যদিকে গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়া শিল্পোন্নত দেশগুলির মধ্যে পড়ে৷ প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু দুই রাষ্ট্র ব্যবস্থা নয়, অনেক পরিবারের মধ্যেও বিভাজন এনেছে৷
ইসরায়েলের সুরক্ষা প্রাচীর
জর্ডান নদীর পশ্চিম তীর থেকে বিপদ এড়াতে ইসরায়েল প্রায় ১০ বছর ধরে এক প্রাচীর তৈরি করে চলেছে৷ কাজ শেষ হলে প্রায় ৭০০ কিলোমিটার জুড়ে ৮ মিটার পর্যন্ত উঁচু এই প্রাচীর ইসরায়েলকে ফিলিস্তিনি হামলা থেকে রক্ষা করবে বলে দাবি করা হচ্ছে৷ কিন্তু এর ফলে ফিলিস্তিনিদের জীবন তছনছ হয়ে গেছে৷ আন্তর্জাতিক সমাজ এই প্রাচীরের সমালোচনা করছে৷ তাদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তির পথে এটা একটা বড় অন্তরায়৷
ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার সীমানা
আফ্রিকার ভূখণ্ডে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমার প্রতীক ৬ মিটার উঁচু এই কাঁটাতারের বেড়া৷ মরক্কোয় স্পেনের ছিটমহল সেউটা ও মেলিলিয়া-কে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই প্রাচীর৷ তবে যে সব শরণার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ইউরোপে যেতে বদ্ধপরিকর, এই বেড়া তাদের থামাতে পারে না৷ এই সীমানা পেরোতে গিয়ে অনেকেই প্রাণ হারায়৷
উত্তর আয়ারল্যান্ড সংকটের স্মৃতি
উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রদায়িক সংকটের শুরু থেকেই বেলফাস্ট শহরে সাত মিটার উঁচু প্রাচীর রয়েছে৷ এর মধ্যে শহরে শান্তি ফিরেছে বটে, কিন্তু ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট-দের মধ্যে উত্তেজনা পুরোপুরি দূর হয়নি৷ তাই সাম্প্রদায়িক ভিত্তিতে বিভাজনের প্রাচীর থেকে গেছে৷ পর্যটকদের জন্য এটি একটি বড় আকর্ষণ৷
অ্যামেরিকা ও মেক্সিকোর মধ্যে প্রাচীর
মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের সবচেয়ে মুক্ত সমাজ হিসেবে তুলে ধরে৷ কিন্তু দক্ষিণের সীমানায় সেই উদারতার চিহ্ন নেই৷ মেক্সিকো থেকে অবৈধ অনুঃপ্রবেশ ও মাদক পাচার রুখতে যে প্রাচীর তৈরি হয়েছে, লোকমুখে তার নাম দাঁড়িয়েছে ‘তর্তিয়া দেওয়াল’৷ সেই প্রাচীর টপকাতে গিয়ে প্রতি বছর প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়৷ প্রাচীর সত্ত্বেও লাখ লাখ মানুষ অবৈধভাবে অ্যামেরিকায় প্রবেশ করে৷