বিপর্যয়ে বিপর্যস্ত গুজরাটের কচ্ছ
প্রায় ছয়ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। অন্তত দুইজন মৃত, ২২ জন আহত।
বিপর্যয়ের ভূখণ্ডে প্রবেশ
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূপৃষ্ঠে প্রবেশ করতে শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। ঝড়ের চোখ বা কেন্দ্রের আয়তনই ছিল ৫০ বর্গ কিলোমিটার।
গভীর রাত পর্যন্ত
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ঝড় ভূপৃষ্ঠে প্রবেশ করেছে। ঝড়ের তীব্রতা ছিল গড়ে ১২৫ কিলোমিটার। সময় সময় তা ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় প্রবাহিত হয়েছে।
উপকূলে ধ্বংসাবশেষ
কচ্ছ, মাণ্ডবী, দ্বারকার উপকূলবর্তী অঞ্চল কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। গাছ উল্টেছে, ইলেকট্রিকের পোস্ট উল্টে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। পাকিস্তানের উপকূলবর্তী অঞ্চল থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হতাহতের খতিয়ান
গুজরাটের উপকূলবর্তী এলাকার প্রায় ২০টি গ্রাম সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছিল। প্রায় এক লাখ মানুষকে দশ কিলোমিটার দূরে আশ্রয় শিবিরে নিয়ে রাখা হয়েছে। তারা ঘরে ফিরলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো স্পষ্ট হবে। তবে শুক্রবার সকালের খবর, ঝড়ে অন্ততপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন। অন্তত ২৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে।
ঝড়ের অভিমুখ রাজস্থান
অতি প্রবল ঘূর্ণিঝড়টি সারা রাত তাণ্ডব চালানোর পর শুক্রবার সকাল থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ এখন রাজস্থানের মরুশহর। শুক্র এবং শনিবার সেখানে প্রবল বৃষ্টিপাত হবে। রাজস্থান সংলগ্ন অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস আছে। রোববার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঝড়ে ৫৪০টি গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ৯৪০ গ্রামে বিদ্যুৎ বন্ধ।
রাস্তায় বিপর্যয় মোকাবিলা কর্মীরা
বিপর্যয় মোকাবিলা টিম বা ন্যাশনাল ডিস্যাসটার রেসপন্স ফোর্সের ১২টি দল, রাজ্যের রাস্তা সংক্রান্ত দপ্তরের ১১৫টি দল এবং বিদ্যুৎ দপ্তরের ৩৯৮টি দল রাস্তায় নেমে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। উপকূলবর্তী বহু অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তা আবার ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিপর্যয় পাকিস্তানেও
গুজরাট-সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী অঞ্চলেও বিপর্যয়ের প্রভাব পড়েছে। তবে গুজরাট যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকিস্তান সেই তুলনায় ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। শেষ মুহূর্তে ঝড়ের অভিমুখ সামান্য ঘুরে যাওয়ায় কচ্ছ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।