1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন হাম্মাম সহ ফিফার দুই সদস্য সাময়িক বরখাস্ত

৩০ মে ২০১১

ছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্য৷ হতে চেয়েছিলেন প্রেসিডেন্ট৷ কিন্তু হলেন সাময়িক বরখাস্ত৷ ফলে সদস্য হিসেবেও কাজ করা থেকে বিরত থাকতে হচ্ছে তাঁকে৷ বলছি মহম্মদ বিন হাম্মামের কথা৷ এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টও তিনি৷

https://p.dw.com/p/11QOf
FILE - In this May 10, 2011 file picture Mohamed bin Hammam, chief of the Asian Football Confederation, talks to local media in Port of Spain, Trinidad & Tobago. FIFA is investigating allegations of bribery involving presidential candidate Mohamed bin Hammam and FIFA vice president Jack Warner. The two senior officials will face an ethics investigation at FIFA headquarters on Sunday, three days before bin Hammam challenges incumbent Sepp Blatter in the presidential election. FIFA said the bribery allegations related to bin Hammam's meeting with Caribbean football leaders on May 10-11 in Warner's native Trinidad to lobby for support. (AP Photo/Shirley Bahadur, File)
বিন হাম্মামছবি: AP

গতকাল রোববার দুর্নীতির অভিযোগে হাম্মাম সহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করেছে ফিফার এথিকস কমিটি৷ এর মধ্যে একজন জ্যাক ওয়ার্নার হাম্মামের মতোই ফিফার সদস্য এবং কনকাকাফ কনফেডারেশন'এর প্রেসিডেন্ট৷ আর বাকী দুজন ক্যারিবীয় ফুটবল ইউনিয়ন'এর সদস্য৷

ঘটনা শুরু করেন কনকাকাফ'এর মহাসচিব চুক ব্ল্যাজার৷ তিনি অভিযোগ করেন ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য হাম্মাম ঘুষ দিতে চেয়েছেন৷ অভিযোগের সুরাহা করতে গতকাল এথিকস কমিটি কথা বলে অভিযুক্তদের সঙ্গে৷ এরপর দেয়া রায়ে বরখাস্ত করা হয় চারজনকে৷ আর ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল - যে ঘটনার কারণে হাম্মামরা বরখাস্ত হলেন সেটা জানতেন ব্লাটার৷

এদিকে আগামী বুধবার যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা সেটা ঠিক সময়েই হবে বলে জানিয়েছেন সংস্থার সেক্রেটারি জেনারেল জেরোমে ভাল্কে৷ তবে ইতিমধ্যে হাম্মাম নির্বাচন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় সেপ ব্লাটারই একমাত্র প্রার্থী হয়ে থাকলেন৷ ফলে টানা চতুর্থবারের মতো ফিফার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ব্লাটার - এটা এখন প্রায় নিশ্চিত৷

বরখাস্তের সিদ্ধান্তে হাম্মাম ও ওয়ার্নার দুজনই ক্ষোভ প্রকাশ করেছেন৷ নিজের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হাম্মাম এথিকস কমিটি স্বাধীন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷ তিনি বলেন, ফিফার সেক্রেটারি জেনারেল ভাল্কে কমিটিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম