বিন হাম্মাম সহ ফিফার দুই সদস্য সাময়িক বরখাস্ত
৩০ মে ২০১১গতকাল রোববার দুর্নীতির অভিযোগে হাম্মাম সহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করেছে ফিফার এথিকস কমিটি৷ এর মধ্যে একজন জ্যাক ওয়ার্নার হাম্মামের মতোই ফিফার সদস্য এবং কনকাকাফ কনফেডারেশন'এর প্রেসিডেন্ট৷ আর বাকী দুজন ক্যারিবীয় ফুটবল ইউনিয়ন'এর সদস্য৷
ঘটনা শুরু করেন কনকাকাফ'এর মহাসচিব চুক ব্ল্যাজার৷ তিনি অভিযোগ করেন ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য হাম্মাম ঘুষ দিতে চেয়েছেন৷ অভিযোগের সুরাহা করতে গতকাল এথিকস কমিটি কথা বলে অভিযুক্তদের সঙ্গে৷ এরপর দেয়া রায়ে বরখাস্ত করা হয় চারজনকে৷ আর ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল - যে ঘটনার কারণে হাম্মামরা বরখাস্ত হলেন সেটা জানতেন ব্লাটার৷
এদিকে আগামী বুধবার যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা সেটা ঠিক সময়েই হবে বলে জানিয়েছেন সংস্থার সেক্রেটারি জেনারেল জেরোমে ভাল্কে৷ তবে ইতিমধ্যে হাম্মাম নির্বাচন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় সেপ ব্লাটারই একমাত্র প্রার্থী হয়ে থাকলেন৷ ফলে টানা চতুর্থবারের মতো ফিফার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ব্লাটার - এটা এখন প্রায় নিশ্চিত৷
বরখাস্তের সিদ্ধান্তে হাম্মাম ও ওয়ার্নার দুজনই ক্ষোভ প্রকাশ করেছেন৷ নিজের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হাম্মাম এথিকস কমিটি স্বাধীন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷ তিনি বলেন, ফিফার সেক্রেটারি জেনারেল ভাল্কে কমিটিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম