বিন লাদেনের নতুন অডিও বার্তা
২৮ অক্টোবর ২০১০লাদেনের অডিও বার্তা
এই অডিও যে জঙ্গি নেতা ওসামা বিন লাদেনেরই তা কিন্তু একেবারে হলফ করে বলা যাচ্ছেনা৷ তবে, মিডিয়াতে সাধারণত লাদেনে'র নকল অডিও প্রচার হয়না এমনটাই মত মার্কিন গোয়েন্দাদের৷ ফরাসি গোয়েন্দারা অবশ্য এই অডিও-র সত্যতা যাচাই করেছেন৷ ফরাসি দৈনিক লো মোনডে জানাচ্ছে এই তথ্য৷
বুধবার প্রকাশিত বার্তায় ফ্রান্সকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মুসলিম জাতির উপরে সেদেশের ‘অবিচার'-এর প্রতিবাদে নাইজারে ফরাসি বিশেষজ্ঞদের জিম্মি করা হয়েছে৷ ওসামা'র অডিও বলে দাবিকৃত এই বার্তায় আরো বলা হয়, সমীকরণটি খুব পরিষ্কার এবং সহজ৷ তুমি যেভাবে হত্যা করছো, সেভাবেই তোমাকে হত্যা করা হবে৷ তুমি যেভাবে অন্যদের জিম্মি করছো, তোমাকেও সেভাবে জিম্মি করা হবে৷
মূলত ফ্রান্সে মেয়েদের নেকাব নিষিদ্ধের বিষয়টিকে নাইজারের অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে এই বার্তায়৷ একইসঙ্গে প্যারিসের কাছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে৷
ফ্রান্সের প্রতিক্রিয়া
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিস অর্টফু স্বীকার করেছেন, যে তাঁর দেশ সত্যিই সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে৷ এজন্য প্রয়োজনীয় সতর্কতাও নেয়া হচ্ছে৷ তবে, লাদেনের হুঁশিয়ারিকে খুব একটা আমলে নিচ্ছেন না অর্টফু৷
নাইজারের অপহরণ
উত্তর আফ্রিকায় ফ্রান্সের সেনা মোতায়েন রয়েছে৷ সেখানে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী একিউআইএম এর বিরুদ্ধে লড়তে সরকারি বাহিনীকে সহায়তা করছে ফরাসি সেনারা৷ গত জুলাইতে আফ্রিকায় এক ফরাসি নাগরিককে অপহরণের পর হত্যা করে একিউআইএম৷ সর্বশেষ সেপ্টেম্বরে নাইজারে পাঁচ ফরাসি নাগরিকসহ সাতজনকে অপহরণের দায় স্বীকার করেছে এই জঙ্গি গোষ্ঠী৷ ফ্রান্সে বোরকা নিষিদ্ধের আইন বাতিল এবং এক কোটি মার্কিন ডলারের বিনিময়ে জিম্মিদের মুক্ত করা যাবে বলে জানিয়েছে একিউআইএম৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই