1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্যুৎ আর পানির সংকট, সঙ্গে যানজট

১ এপ্রিল ২০১০

বাংলাদেশে বিদ্যুৎ সংকটের এখনো কোন সুরাহা নেই৷ পানি সংকট তো রয়েছেই, তার সঙ্গে আরেক সমস্যা যানজট৷ আর এসব নিয়েই সরব বাংলাদেশের পত্রপত্রিকাগুলো৷

https://p.dw.com/p/Mjf5
যানজট আছেইছবি: picture-alliance/ dpa

ঢাকায় শুধু সমস্যা!

একের পর এক সমস্যায় নাজেহাল ঢাকাবাসী৷ বিদ্যুৎ যখন তখন আসে যায়, রয়েছে পানি সংকট, আর যেটুকু পানি পাওয়া যায় তাও নাকি দুর্গন্ধময়৷ এছাড়াও বড় যে সমস্যা, সেটি যানজট৷ রাস্তায় ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় সাধারণ মানুষকে৷ যুদ্ধাপরাধ ইস্যু ছাড়াও এসব বিষয়ই বৃহস্পতিবারের পত্রিকাগুলোর শিরোনাম৷

দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, এই মুহূর্তে সাড়ে পাঁচ লাখ গাড়ির চাপে কাহিল অবস্থা রাজধানীর৷ তার উপরে প্রতিদিন নাকি ২ শত করে নতুন গাড়ি ঢাকার রাস্তায় নামছে৷ আর তাই স্বভাবতই এসব গাড়ির জন্য পর্যাপ্ত রাস্তাঘাট না থাকায় যানজট বাড়ছে৷ এই প্রতিবেদনটির বেশ মানানসই একটি শিরোনাম দিয়েছে দৈনিক ইত্তেফাক৷ সেটি হলো, ‘গাড়ির শহর ঢাকা'৷

পানি সংকট

কয়েকটি পত্রিকাই এই সংক্রান্ত একটি খবরকে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ বৃহস্পতিবার থেকে ঢাকায় পানি বণ্টন ব্যবস্থা তদারকিতে সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর এসংক্রান্ত খবরে বলেছে, ঢাকা ওয়াসা এলাকার পানি সঙ্কট নিরসন, ব্যবস্থাপনা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকায় সরকারি এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে পানি সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে জনবিক্ষোভ জনবিস্ফোরণের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সংসদ সদস্যরা৷ এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, তার এলাকার মানুষ পানি পাচ্ছে না৷

‘খরচ বাড়ছে, ঝক্কি কমছে না'

দৈনিক প্রথম আলোর ইন্টারনেট সংস্করণের একটি শিরোনাম হচ্ছে ‘খরচ বাড়ছে, ঝক্কি কমছে না'৷ এমন শিরোনাম দেখলে যেকারোরই ক্লিক করতে মন চাইবে৷ এই কাজটি করে যা পাওয়া যাবে তা হল যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট নিয়ে একটি প্রতিবেদন৷ প্রথম আলোর দাবি, নতুন ধরণের এই পাসপোর্ট পেতে খরচ আগের চেয়ে দেড়গুণ বাড়ছে৷ কিন্তু আগে যেমন পাসপোর্ট নেয়া বেশ ঝক্কির কাজ ছিল, এবারও সেটা থেকে যাচ্ছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী