1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশে চাকুরিপ্রার্থীদের জন্য চালু হলো ‘বিদেশ জবস'

২৯ এপ্রিল ২০১৯

চাকুরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীদের ভোগান্তি এবং খরচ কমাতে নতুন এক ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ৷ সরকারি এই সাইটটি জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম ওবং বিডিজবসডটকম-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে৷

https://p.dw.com/p/3HcS8
Katar WM-Gastgeber FIFA 2022 Symbolbild
ছবি: picture alliance/Frank Rumpenhorst

নতুন এই সাইটটি বিদেশে চাকুরিপ্রার্থীদের সরাসরি সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে৷ ফলে এতকাল দালালরা যে অবৈধভাবে চাকুরিপ্রার্থীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে বাড়তি অর্থ আদায় করতো, তা বন্ধ হবে বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা৷ আইওএম-এর বাংলাদেশ কার্যালয়ের উপপ্রধান ডিমানশ্ শ্যারন এ বিষয়ে বলেন, ‘‘অভিবাসীরা সাইটটিতে নিবন্ধন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকুরিতে আবেদন করতে পারবেন৷ ফলে নিয়োগদাতারাও সেরা কর্মীদের পাবেন৷ ওয়েবসাইটটি উভয়পক্ষের জন্যই লাভজনক হবে৷''

শ্রমিক অ্যাক্টিভিস্টরা জানান, প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি চাকুরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন৷ বর্তমানে দেশটির পঁচাত্তর লাখ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি করছেন৷ শুধুমাত্র ২০১৭ সালে চাকুরি নিয়ে বিদেশে গেছেন অন্তত দশলাখের মতো বাংলাদেশি, যা সরকারি হিসেব অনুযায়ী এক বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা৷ তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে নির্মাণ এবং পরিচ্ছন্নতা শ্রমিকের কাজ করছেন৷

প্রসঙ্গত, বাংলাদেশিদের বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রায়শই প্রতারিত করে দালাল চক্র৷ তারা অনেক ক্ষেত্রে শ্রমিকদের প্রকৃত বেতনের চেয়ে বেশি বেতন দেবার কথা বলে শুরুতে তাদের কাছ থেকে বেশি অর্থ হাতিয়ে নেয়৷ এরপর শ্রমিকরা বিদেশে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পান৷

এ ধরনের দালালদের হাত থেকে শ্রমিকদের রক্ষায় গত ফেব্রুয়ারি মাসে উদ্যোগ নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার৷ এরপর থেকে শুধুমাত্র সরকারকর্তৃক স্বীকৃত নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরি নিয়ে বিদেশে যেতে বাংলাদেশি কর্মীদের উৎসাহিত করা হচ্ছে৷ পাশাপাশি রবিবার থেকে ‘বিদেশ জবস' সাইটটি চালু করা হয়েছে, যাতে চাকুরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী কর্মীরা৷ পোশাক খাতের পর দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় সর্বোচ্চ উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স৷

এআই/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান