বিদেশি জাহাজ আটক করেছে ইরান
১৮ জুলাই ২০১৯তবে এটি কোন দেশের জাহাজ সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা৷
রাষ্ট্রীয় মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে রেভ্যুলেশনারি গার্ড জানায়, বাহিনীর সদস্যরা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া এ জাহাজটিকে প্রথমে সতর্ক সংকেত পাঠায় এবং পরে আটক করে৷ জাহাজটি ইরানের চোরাকারবারিদের কাছ থেকে প্রায় দশ লাখ লিটার জ্বালানি বিদেশি কোনো ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছিল, বলে দাবি করেছে রেভ্যুলেশনারি গার্ড৷
ইরানের জাহাজ আটকের ঘটনাটি তাৎপর্যপূর্ণ, কারণ চলতি মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি জাহাজ আটক করেছিল যুক্তরাজ্য৷ যুক্তরাজ্যের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি দিয়ে তেল রপ্তানি করা হচ্ছিল৷
গত কয়েক মাস ধরে উপসাগরে উত্তেজনা বিরাজ করছে৷ এসময়টিতে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এসকল ঘটনায় ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও অভিযোগ অস্বীকার করেছে ইরান৷
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র৷ গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি৷
আরআর/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)