বিদায়ী বছরে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ১১ হাজার
৩১ ডিসেম্বর ২০১০হিসাবটি করা হয়েছে ২০০৯ সালের নভেম্বর থেকে বিদায়ী বছরের নভেম্বর পর্যন্ত৷ তাতে দেখা গেছে, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মোট ১১, ৪৪৯ জন মানুষ নিহত হয়েছে৷ গত বছরও এই সংখ্যা প্রায় একই ছিল৷ এছাড়া আহত হয়েছে মোট ১০,৬৬৩ জন৷ যা ২০০৯ সালের চেয়ে শতকরা ৩১ ভাগ বেশি৷
ভিয়েতনামের সরকার দেশের সড়ক দুর্ঘটনা কমাতে নানা পদক্ষেপ নিয়েছিল৷ তাদের লক্ষ্যমাত্রা ছিল ২০১০ সালে সড়ক দুর্ঘটনার পরিমাণ শতকরা পাঁচ ভাগ কমিয়ে আনা৷ কিন্তু বছর শেষে দেখা গেল আগের অবস্থাই বহাল৷ দেশটিতে এখনও নিয়ম না মেনে গাড়ি চালানো, পরিবহন আইন সম্পর্কে সচেতনতার অভাব রয়ে গেছে৷ এছাড়া পরিবহন আইনের প্রয়োগও তেমন একটা হয় না বললেই চলে৷
ভিয়েতনামে বেশিরভাগ মানুষের চলাচলের অন্যতম বাহন মোটর সাইকেল৷ দেশটিতে জনসংখ্যা হচ্ছে আট কোটি ৬০ লাখ৷ আর মোটর সাইকেলের সংখ্যা এক কোটি ৮০ লাখ৷ অর্থাৎ প্রতিটি পরিবারেই একটি করে মোটর সাইকেল রয়েছে৷ সরকার ২০০৭ সালে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো নিষিদ্ধ ঘোষণা করে৷ এছাড়া স্কুলগুলোতে রাস্তা পারাপার এবং গাড়ি চালানোর বিভিন্ন নিয়ম কানুন শেখানোর উদ্যোগ নেওয়া হয়৷
সরকারের জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী লি দি তিয়েম জানান, দিন দিন নগরায়নের কারণে শহরগুলোতে গ্রাম থেকে আসা মানুষের সংখ্যা বাড়ছে৷ একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা৷ এছাড়া সড়কগুলোর অবস্থাও তেমন ভালো নয়৷ তাই দুর্ঘটনা ঘটে চলেছে৷ তিনি বলেন, এই সমস্যা একদিনেই সমাধান করা সম্ভব না৷ এটা অনেকদিনের ব্যাপার৷ তিনি আরও বলেন, যদি আসল সমস্যাগুলো খুঁজে বের করা না যায়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি কঠিন হবে৷
উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব মতে, গত পাঁচ বছর ধরে বছর প্রতি ভিয়েতনাম একশ কোটি ডলার গচ্চা দিচ্ছে কেবল সড়ক দুর্ঘটনার জন্য৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই