বিদায় ২০১৫, স্বাগত ২০১৬
১ জানুয়ারি ২০১৬রোগ-বালাই, বন্যা-খরা-তুষারপাত, শরণার্থী সংকট, এমনকি জঙ্গি হামলা – সব কিছু ভুলে এ বছরও নতুন বছরকে স্বাগত জানিয়েছে কোটি কোটি মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে৷ আকাশ জুড়ে দেখা গেছে আতসবাজির ভেলকি৷ এ বলছে আমায় দেখ, ও বলছে আমায়৷ ইউটিউব-এও ‘আপলোড' করা হয়েছে সেই আতসবাজির হাজারো নিদর্শন৷ আপনাদের জন্য তার মধ্যে সবচেয়ে সুন্দরটা দিলাম আমরা৷
লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কলোসিয়াম, মাদ্রিদের পুয়ের্তা দেল সল অথবা বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণের কাছে বিজয় উল্লাসে নববর্ষকে স্বাগত জানিয়েছে ইউরোপের লক্ষ লক্ষ মানুষ৷ নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, সিডনির হার্বার ব্রিজে উবচে পড়েছে ভিড়৷ ব্যাংককে ‘কাউন্টডাউন' হয়েছে শহরের একেবারে মাঝখানে, হংকং-এ বন্দরের অদূরে আর জাপানে নতুন বছরে অনেকেই পাড়ি জমিয়েছেন শিন্টো ধর্মীয় তীর্থস্থানে৷
সর্বোত্রই বয়ে গেছে সেই আলোর ঝর্ণাধারা, চারিদিকে ছড়িয়ে পড়েছে আগামীর স্বপ্ন৷
ডিজি/এসবি
এটাই কি আপনার দেখে সবচেয়ে সুন্দর আতসবাজি? জানান মন্তব্যের ঘরে৷