বিটলস? তারা আবার কে?
২৪ নভেম্বর ২০১২শোনা যায়, জে কে রোলিংস'এর হ্যারি পটার উপন্যাসটি নাকি প্রথমে অন্তত পাঁচটি প্রকাশনীর সম্পাদকদের হাত ঘুরে এসেছিল, কিন্তু অনুমোদিত হয়নি৷ বিটলসদের ডেমো টেপটাও অনেকটা সেইরকম ব্যাপার৷
বিটলস বলতে তখন পল ম্যাককার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন এবং পিটার বেস্ট - রিঙ্গো স্টার পরে যোগ দেন৷ ১৯৬২ সালের নিউ ইয়ার্স ডে'তে লন্ডনে ডেক্কা রেকর্ড কোম্পানির স্টুডিও'য় প্রায় গোটা পনেরো গান রেকর্ড করেন এই চারজন৷ তার মধ্যে ১০টি গান বেছে নিয়ে তৈরী হয় ঐ ডেমো টেপ৷
তার আগের রাত্রে গাড়িতে করে লিভারপুল থেকে লন্ডন গিয়েছিলেন আদি বিটলরা - তখন আবার তাদের নাম ছিল ‘সিলভার বিটলস' - পথে আবার নাকি পথও হারিয়েছিলেন৷ তবুও সময়মতো ডেক্কার স্টুডিও'য় পৌঁছন ম্যানেজার ব্রায়ান এপস্টাইন'কে সঙ্গে করে৷ কপাল মন্দ: ডেক্কা'র এ অ্যান্ড আর, অর্থাৎ আর্টিস্টস অ্যান্ড রিপার্টোয়ার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ডিক রো বিটলদের না নিয়ে ব্রায়ান পুল অ্যান্ড দ্য ট্রেমোলোস নামধারী একটি ব্যান্ডকে নেন এবং তাদের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেন৷
পরে অবশ্য ইন্ডাস্ট্রিতে ডিক রো'র নাম হয়, ‘যিনি বিটলসদের বাতিল করেছেন', সেই ম্যানেজার হিসেবে৷ রো নাকি এপস্টাইন'কে বলেছিলেন, ‘‘গিটার বাজানো গ্রুপগুলোর দিন শেষ হতে চলেছে, মিস্টার এপস্টাইন৷'' তবে রো অন্য একটি ক্ষেত্রে সে ভুল করেননি৷ তিনি রোলিং স্টোন্স গোষ্ঠীকে ঠিকই ডেক্কার তাঁবে নিয়েছিলেন৷
এবার লন্ডনের দ্য ফেম ব্যুরো নামের একটি নিলাম সংস্থা বিটলসদের সেই সুবিখ্যাত, প্রত্যাখ্যাত টেপটি নিলাম করছে৷ নিলাম হবে আগামী ২৭শে নভেম্বর৷ দাম হয়তো যে ত্রিশ হাজার ইউরো ধরা হয়েছে, তার চেয়ে অনেক বেশি উঠতে পারত৷ কিন্তু যেহেতু গানগুলির কপিরাইট সব বিটলদের, কাজেই ঐ টেপ সিডি করে বাজারে ছাড়ার কোনো উপায় নেই৷ নয়তো কোটিপতি হবার সহজ পন্থা হতে পারত সেটা৷
এসি / এএইচ (রয়টার্স)