1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি

রব ক্যামেরন/এপিবি৪ অক্টোবর ২০১৩

স্কুলগামী শিশুদের বরাবরই বিজ্ঞানের প্রতি একটা ভীতি আছে৷ তাই শিক্ষার্থীদের মনে করিয়ে দেয়া ভালো যে বিজ্ঞানে যেমন মজার বিষয় আছে, তেমনি এর মাধ্যমে পুরস্কারও পাওয়া যায়৷ পেশা হিসেবেও বাছা যায় বিজ্ঞানকে৷

https://p.dw.com/p/19tOT
###ACHTUNG: Nur im Zusammenhang mit dem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden### Czech EU Youth Science Beschreibung: Youth science fair in Prague show casing entries for the European Union Contest for Young Scientists Ort / Datum: Prague, September 2013 Fotograf: Rob Cameron Copyright: Rob Cameron Rob Cameron wird nicht extra für die Fotos bezahlt, Copyright muss daher bei Cameron bleiben. Er hat uns erlaubt die Bilder im Zusammenhang mit seinem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden.
ছবি: Rob Cameron

বিজ্ঞান এবং প্রযুক্তি একটি জাতির অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে৷ অল্প বয়সেই যদি মেধাবীদের চিন্তাভাবনায় এর বীজ বুনে দেয়া হয়, তবে এটিকেই তারা পেশা হিসেবে নিতে এবং উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারে৷

এ বছরের ‘ইউরোপিয়ান ইউনিয়ন কনটেস্ট ফর ইয়াং সায়েনটিস্টস' বা ইইউসিওয়াইএস-এর বিজয়ী ব্রিটিশ কিশোর ফ্রেড টার্নার বলেছেন, এটা আসলেই ভীষণ জরুরি৷ যত বেশি তরুণদের বিজ্ঞানের সাথে সম্পৃক্ত করা যায়, ততই ভালো৷ যদি কেউ তাদের বিজ্ঞানের ব্যাপারে উৎসাহ না দিতে পারে, তবে বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ইউরোপ পিছিয়ে যাবে৷

###ACHTUNG: Nur im Zusammenhang mit dem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden### Czech EU Youth Science Beschreibung: Youth science fair in Prague show casing entries for the European Union Contest for Young Scientists Ort / Datum: Prague, September 2013 Fotograf: Rob Cameron Copyright: Rob Cameron Rob Cameron wird nicht extra für die Fotos bezahlt, Copyright muss daher bei Cameron bleiben. Er hat uns erlaubt die Bilder im Zusammenhang mit seinem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden.
নিজের তৈরি ডিএনএ ফটোকপি মেশিনের সঙ্গে ফ্রেড টার্নারছবি: Rob Cameron

বাসায় তৈরি ডিএনএ-র ফটোকপি মেশিন

ফ্রেড বিজ্ঞানের ব্যাপারে দারুণ উৎসাহী৷ সে এ বিষয়ে বরাবরই বেশ ভালো৷ যুক্তরাজ্যের ইয়র্কশায়ার থেকে আসা ফ্রেড প্রাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করছে৷ সে প্রতিযোগিতায় উপস্থাপন করেছে পলিমারেস চেইন রিয়্যাকশন বা পিসিআর মেশিন, যেটি দিয়ে বিজ্ঞানীরা ডিএনএ-র বিভিন্ন স্থান কপি করতে পারবেন৷

ফ্রেড এ বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে৷ কিন্তু তার কাছে উন্নতমানের গবেষণাগার ছিল না৷ তাই সে এমন একটি জিন গবেষণাগার বানাতে চাইছিল, যাতে বিভিন্ন ধরনের জিন নিয়ে গবেষণা করা যায়৷ ফ্রেড টার্নার জানায়, একটি বাণিজ্যিক পিসিআর মেশিনের দাম পড়ে ৩ হাজার পাউন্ড৷ কিন্তু তার কাছে এত অর্থ না থাকায়, সে নিজেই এমন একটা মেশিন বানানোর পরিকল্পনা করে এবং মাত্র আড়াই পাউন্ড খরচ করেই তৈরি করে ফেলে মেশিনটি৷

###ACHTUNG: Nur im Zusammenhang mit dem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden### Czech EU Youth Science Beschreibung: Youth science fair in Prague show casing entries for the European Union Contest for Young Scientists Ort / Datum: Prague, September 2013 Fotograf: Rob Cameron Copyright: Rob Cameron Rob Cameron wird nicht extra für die Fotos bezahlt, Copyright muss daher bei Cameron bleiben. Er hat uns erlaubt die Bilder im Zusammenhang mit seinem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden.
নিজেদের রোবট নিয়ে হাজির অনেক প্রতিযোগী...ছবি: Rob Cameron

বাড়ছে প্রতিযোগীর সংখ্যা

প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ২৭ জন এবং অতিথি দেশগুলো থেকে ১০ জন প্রতিভাবান কিশোর বিজ্ঞানী অংশ নেয় এই প্রতিযোগিতায়৷ এবার এই সংখ্যাটা দাঁড়িয়েছে ১২৬ জনে৷ তুরস্কের সেকেন্ডারি স্কুলের দুই শিক্ষার্থী ক্যানসার চিকিৎসায় তাদের গবেষণা নিয়ে উপস্থিত হয়েছে, তেমনি হাঙ্গেরির এক পোকার খেলোয়াড়ও পোকার-প্লেয়িং রোবট নিয়ে হাজির হয়েছে প্রতিযোগিতায়৷

এ বছরের প্রতিযোগিতার প্রধান ব্যবস্থাপক কাটেরিনা সোবোতকোভা জানালেন, তাদের মূল উদ্দেশ্য তরুণ, মেধাবী বিজ্ঞানীদের একসাথে করা, যারা তাদের নতুন নতুন দারুণ সব প্রকল্প উপস্থাপন করবেন এখানে৷

###ACHTUNG: Nur im Zusammenhang mit dem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden### Czech EU Youth Science Beschreibung: Youth science fair in Prague show casing entries for the European Union Contest for Young Scientists Ort / Datum: Prague, September 2013 Fotograf: Rob Cameron Copyright: Rob Cameron Rob Cameron wird nicht extra für die Fotos bezahlt, Copyright muss daher bei Cameron bleiben. Er hat uns erlaubt die Bilder im Zusammenhang mit seinem Bericht über "European Union Contest for Young Scientists" online zu verwenden.
গণিত, পদার্থবিদ্যা এবং প্রযুক্তিগত বিজ্ঞান নিয়ে ভয়ের কিছু নেই...ছবি: Rob Cameron

পদার্থবিদ্যা নিয়ে অহেতুক ভয়

প্রাগের চেক টেকনিকাল ইউনিভার্সিটির ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক মার্টিন সামেক মনে করেন, তরুণরা প্রযুক্তিগত বিজ্ঞানকে বেশ ভয় পায়৷ বেশিরভাগ শিক্ষার্থী এখন অর্থনীতি, আইন এবং চিকিৎসা বিজ্ঞানের প্রতি বেশি আগ্রহী৷ তাদের মনে গণিত, পদার্থবিদ্যা এবং প্রযুক্তিগত বিজ্ঞান নিয়ে বেশ ভীতি রয়েছে৷

তবে এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা বিভিন্ন রকম রোবট উপস্থাপনের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ভীতি দূর করতে সক্ষম হয়েছে বলে মনে করেন সামেক৷ জানান, এই বিষয়টি তাদের আগ্রহী করে তুলেছে আর সেটা সত্যিই লক্ষ্যণীয় একটা ব্যাপার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য