1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার বিভাগের জবাবদিহিতা জনগণের কাছে’

১৫ জানুয়ারি ২০১১

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্য কোন বিভাগের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়৷ তাদের জবাবদিহিতা শুধুমাত্র জনগণের কাছে৷

https://p.dw.com/p/zy2c
High, Court, building, dhaka, bangladesh, ঢাকা, হাই, কোর্ট, ভবন, বিচার, বিভাগ, জবাবদিহিতা, জনগণ,
ঢাকার হাই কোর্ট ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

কে স্বার্বভৌম? সংসদ না বিচার বিভাগ, আর বিচার বিভাগ সংসদের কাছে জবাবদিহি করবে কিনা - এই চলমান বিতর্কের মধ্যে বিচার বিভাগের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক৷

তিনি শনিবার ঢাকায় বিচারপতি ইমান আলীর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বলেন, বিচার বিভাগ শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহি করবে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নয়৷

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্য কোন বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করে না৷ তাই অন্য কোন বিভাগের উচিত নয় বিচার বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করা৷ রাষ্ট্রের ৩টি স্তম্ভ সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়৷ ক্ষমতার উৎস একমাত্র জনগণ৷ জনগণের কাছেই জবাবদিহিতা৷ অন্য করো কাছে নয়৷

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত গত ২০শে ডিসেম্বর সংবাদ মাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্রের যে কোন কর্মকর্তা যাতে সংসদীয় কমিটির সামনে হাজির হতে বাধ্য থাকে সেজন্য আইন হচ্ছে৷ তিনি তখন বলেন, সংসদ রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধানমন্ত্রী নির্বাচন করে৷ আর রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন৷ তাই প্রধান বিচারপতি বা বিচার বিভাগ সংসদের কাছে জবাবদিহি করবে৷ পরে অবশ্য সুপ্রিমকোর্টের ফুল কোর্ট অভিমত দেয় সংসদ কোন সার্বর্ভৌম প্রতিষ্ঠান নয়৷ তাই সুপ্রিম কোর্ট সংসদীয় কমিটির কাছে জবাব দিত বাধ্য নয়৷ শনিবার প্রধান বিচারপতি তা আরো স্পষ্ট করে বললেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই