‘বিচার বিভাগের জবাবদিহিতা জনগণের কাছে’
১৫ জানুয়ারি ২০১১কে স্বার্বভৌম? সংসদ না বিচার বিভাগ, আর বিচার বিভাগ সংসদের কাছে জবাবদিহি করবে কিনা - এই চলমান বিতর্কের মধ্যে বিচার বিভাগের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক৷
তিনি শনিবার ঢাকায় বিচারপতি ইমান আলীর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বলেন, বিচার বিভাগ শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহি করবে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নয়৷
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্য কোন বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করে না৷ তাই অন্য কোন বিভাগের উচিত নয় বিচার বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করা৷ রাষ্ট্রের ৩টি স্তম্ভ সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়৷ ক্ষমতার উৎস একমাত্র জনগণ৷ জনগণের কাছেই জবাবদিহিতা৷ অন্য করো কাছে নয়৷
আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত গত ২০শে ডিসেম্বর সংবাদ মাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্রের যে কোন কর্মকর্তা যাতে সংসদীয় কমিটির সামনে হাজির হতে বাধ্য থাকে সেজন্য আইন হচ্ছে৷ তিনি তখন বলেন, সংসদ রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধানমন্ত্রী নির্বাচন করে৷ আর রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন৷ তাই প্রধান বিচারপতি বা বিচার বিভাগ সংসদের কাছে জবাবদিহি করবে৷ পরে অবশ্য সুপ্রিমকোর্টের ফুল কোর্ট অভিমত দেয় সংসদ কোন সার্বর্ভৌম প্রতিষ্ঠান নয়৷ তাই সুপ্রিম কোর্ট সংসদীয় কমিটির কাছে জবাব দিত বাধ্য নয়৷ শনিবার প্রধান বিচারপতি তা আরো স্পষ্ট করে বললেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই