1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় চাই: নতুন প্রধান বিচারপতি

১৮ মে ২০১১

বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন৷ তিনি শপথ নেয়ার পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করার কথা বলেছেন৷

https://p.dw.com/p/11IsL
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

তিনি বলেন, আলাদা সচিবালয় ছাড়া বিচার বিভাগের স্বাধীনতার সুফল পাওয়া যাবেনা৷

বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ বঙ্গবভনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি এবং ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন৷

বঙ্গভবন থেকে নতুন প্রধান বিচারপতি যান সুপ্রিমকোর্টে৷ সেখানে তাঁকে দেয়া সম্বর্ধনায় তিনি বিচার বিভাগ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন৷ তিনি জানান, বিচার বিভাগের স্বাধীনতার সুফল পেতে হলে আলাদা সচিবালয় গঠন করতে হবে৷ তিনি বিচারকদের দক্ষতা এবং নিরপেক্ষতা নিয়েও কথা বলেন৷ পরে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান এসব কথা৷ তবে বিএনপি সমর্থক সুপ্রিমেকার্ট আইনজীবী সমিতির নেতারা এই অনুষ্ঠান বর্জন করেন৷

অ্যাটর্নি জেনারেল সম্বর্ধনা অনুষ্ঠানে বলেন, অদক্ষ এবং অযোগ্য বিচারকদের সাংবিধানিক পদ দখলে রাখার অধিকার নাই৷ তাঁর মতে যারা মামলা নিস্পত্তি করতে পারবেন না তাদের সরে যাওয়া উচিত৷

এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যরা নতুন প্রধান বিচারপতির সম্বর্ধনা অনুষ্ঠান বর্জনের পর দুপুরে বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কুশপুত্তলিকা পুড়িয়েছে৷ এনিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা এসব কাজ করেছেন তারা একদিন লজ্জিত হবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক