বিএনপি’র সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই: প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০১১জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী একটি শান্তির মডেল উপস্থাপন করেন৷ এ সম্পর্কে ঢাকার এক পত্রিকার সাংবাদিক পার্থ প্রতীম ভট্টাচার্য, যিনি সফর কাভার করতে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি বলেন এই মডেলে রয়েছে ছয়টি বিষয়৷ এগুলো হলো ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, বঞ্চনার লাঘব, ঝরে পড়া মানুষকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত এবং সন্ত্রাসবাদের মূলোৎপাটন৷ পার্থ বলেন প্রধানমন্ত্রীর এই মডেলকে স্বাগত জানিয়েছেন অনেক দেশের শীর্ষনেতা৷
তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনায় বসবেন কিনা - সে ব্যাপারে, সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী ‘না' বোধক উত্তর দেন৷ তিনি বলেন এটা করে কোনো লাভ হবেনা৷
এছাড়া এই সফরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের সঙ্গে অ্যামেরিকার সম্পর্কের যে একটা টানাপোড়েন চলছিল সেটা অনেকটা দূর হয়েছে বলে মনে করেন সাংবাদিক পার্থ৷ কেননা তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷
এদিকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশের অধিকার চেয়েছেন৷ এছাড়া, বিভিন্ন খাত যেমন বিদ্যুৎখাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ