বিএনপির মেয়রপ্রার্থী তাবিথের প্রচারে হামলা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল মঙ্গলবার গাবতলীর পর্বতা এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় হামলার শিকার হন৷ হামলায় তাবিথ মাথায় আঘাত পেয়েছেন৷
জোর প্রচার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন৷
গাবতলীতে হামলা
গাবতলীর পর্বতার কলাবাজার এলাকায় মঙ্গলবার দুপুরে তাবিথ কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে নামলে হামলার শিকার হন৷
ধাওয়া-পাল্টা ধাওয়া
এক পর্যায়ে তাবিথের কর্মী-সমর্থকরা হামলাকারী যুবকদের ধাওয়া দেয়৷ দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়৷
তাবিথের মাথায় আঘাত
হামলার সময় তাবিথ মাথায় আঘাত পান৷ কর্মী-সমর্থকরা তাকে ঘিরে ধরে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়৷
কয়েকজন হাসপাতালে
তাবিথের আঘাত গুরুতর না হলেও তার কয়েকজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে জানান তার সহযোগী মাহমুদ হাসান৷
অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে
হামলার জন্য ঢাকা উত্তরের ৯ নং ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের মুজিব সারোয়ার মাসুমের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন তাবিথ৷
পুলিশের অস্বীকার
তাবিথ হামলার অভিযোগ করলেও পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে বলেছে, প্রচারের সময় দুই পক্ষ মুখোমুখি হয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাল্কা ধাক্কাধাক্কি হয়৷ পরে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়৷
খতিয়ে দেখবে নির্বাচন কমিশন
তাবিথের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷