বিএএসএফ গ্রামীণ
২৭ মার্চ ২০১২বিএএসএফ কর্মকর্তা ইশতিয়াক নিজামি বলছেন, এই মশারির গায়ে মশা বসার কিছুক্ষণের মধ্যেই মশা মারা যাবে৷ কেননা মশারিটি তৈরির সময় তাতে একটা বিশেষ রাসায়নিক উপকরণ মেশানো হয়েছে৷ তবে এটা মানবদেহের জন্য ক্ষতিকারক নয়৷ এমনকি নবজাতক শিশুও যদি মশারিতে মুখ লাগায় তাহলেও তার কিছু হবেনা৷ নিজামি বলেন, মশারিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন প্রাপ্ত৷
তিনি বলেন, সাড়ে ছয়শো থেকে সাতশো টাকায় পাওয়া যাবে মশারিটি৷ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন মশারিটি পাওয়া যায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে৷
বিএএসএফ গ্রামীণের সামাজিক ব্যবসায়ের প্রথম প্রকল্প এই মশারির বাজারজাতকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস৷ তিনি বলেন, আশ্চর্য মশারির উৎপাদন ও বাজারজাতকরণের ফলে এখন মানুষ অল্প খরচে ডেঙ্গু ও ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে৷
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল, বিএএসএফ'এর এশিয়া অঞ্চলের সভাপতি সাওরি ডুবোর্গ এবং বিএএসএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারিয়া সাদিক৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ