বুন্ডেসলিগা
২ নভেম্বর ২০১২ফান ডেয়ার ফার্ট তাঁদের আশার প্রদীপে নতুন সলতে৷ ডাচ তারকাকে পাওয়ার পর থেকে তো একেবারে বদলে গেছে হামবুর্গ!
যেন জাদুই চেরাগ হাতে পেয়েছে তাঁরা৷ সর্বশেষ নয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে তাই হামবুর্গ এখন পয়েন্ট তালিকার সাত নম্বরে৷ বায়ার্ন এখনো অনেক এগিয়ে৷ নয় ম্যাচে ২৪ পয়েন্ট এর সুবাদে জার্মানির সফলতম ক্লাবটি এখন তালিকার শীর্ষে৷
শনিবারের ম্যাচে তবুও তাঁরা পরিষ্কার ফেবারিট নয়৷ হবে কী করে, নিজেদের শেষ ম্যাচে নিজেদের মাঠেই যে তারা হেরে বসেছে বায়ার লেভারকুসেনের কাছে৷ তাদের ২-১ গোলের হারের বিপরীতে হামবুর্গের রয়েছে বোরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়৷ বড় দল হলেও পরাজয়ের টাটকা স্মৃতি নিয়ে বায়ার্ন খেলছে দারুণ ফর্মে থাকা হামবুর্গের বিপক্ষে৷ খেলা হবে হামবুর্গেরই মাঠে৷ স্বাগতিক সমর্থকদের চোখে তাই আরেক দানব নিধনের স্বপ্ন৷ বোরুসিয়ার পর বায়ার্ন!
ম্যাচের আগে ফান ডেয়ার ফার্ট হুমকিই দিয়ে রেখেছেন বায়ার্ন মিউনিখকে, বলেছেন, ‘‘এ ম্যাচ নিয়ে একটুও দুশ্চিন্তায় নেই আমরা৷ আমরা তাঁদের আঘাত করতে চাই৷ বসে বসে সুদিনের অপেক্ষা করবে আমাদের দল কিন্তু সেরকম নয়৷ আমরা এগিয়ে যেতে চাই৷''
ফান ডেয়ার ফার্টের জন্য অক্টোবর সাফল্যে মোড়ানো একটি মাস৷ হামবুর্গ এবার বোরুসিয়াকে হারিয়েছে অক্টোবরে এবং দু বছর আগে এই অক্টোবরেই তিনি হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ‘‘প্লেয়ার অব দ্য মান্থ''৷ তখন তিনি টটেনহাম হটস্পারের আক্রমণভাগের নিউক্লিয়াস৷ তার আগে আয়াক্স আমস্টারডামের হয়ে ডাচ লিগে দুর্দান্ত পাঁচটি বছর কাটিয়ে তিন বছর খেলেছেন এখনকার ক্লাব হামবুর্গের হয়েই৷ তারপর চলে যান রেয়াল মাদ্রিদে৷ সেখানে দু বছর, তারপর টটেনহামেও দু বছর আর তারপরই জার্মান লিগে পুরোনো ক্লাবে ফেরা৷
প্লেমেকারের ভূমিকায় ফান ডেয়ার ফার্টকে পেয়ে হামবুর্গ কতটা বদলে গেছে তা একটু বলতে পারবে পরিসংখ্যান, একটুখানি সন হয়ং মিন আর বাকিটা বোরুসিয়া ডর্টমুন্ড৷ আগস্টে ফান ডেয়ার ফার্ট না এলে হামবুর্গ যে নয় ম্যাচে ১৩ পয়েন্ট বাড়িয়ে সপ্তম স্থানে উঠে আসতে পারতো না এ বিষয়ে সমর্থকরা মোটামুটি নিশ্চিত৷ দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সন হয়ং মিনও তা মানবেন, কেননা, ডাচ তারকাকে পাওয়ার পরই গোলের ধারায় ফিরেছেন তিনি, ৫ গোল নিয়ে উঠে এসেছেন গোলদাতাদের তালিকায় সবার ওপরে৷ আর বদলে যাওয়া হামবুর্গকে বোরুসিয়া ডর্টমুন্ড ভালো চেনে, কারণ, তাদের কাছে ৩-২ গোলে হেরেই বর্তমান চ্যাম্পিয়নরা এখন চতুর্থ স্থানে৷
শনিবার স্টুটগার্টের বিপক্ষে মাঠে নামছে ডর্টমুন্ড৷ দিনের বাকি চার ম্যাচে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখের প্রতিপক্ষ ফ্রাইবুর্গ, হানোফারের আউগসবুর্গ, নুরেমব্যার্গ নামবে ভোল্ফসবুর্গের বিপক্ষে আর হফেনহাইম মুখোমুখি হবে শালকের৷
এসিবি/জেডএইচ (এএফপি, গোলডটকম)