1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন ও ডর্টমুন্ড আদর্শ ক্লাব

১৭ মে ২০১৩

ইউরোপের ফুটবল ক্লাবগুলির আর্থিক অনিয়ম বন্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তবে আদর্শ আচরণের জন্য উয়েফা প্রধান মিশেল প্লাতিনি জার্মানির দুই ক্লাবের ভূয়সী প্রশংসা করেছেন৷

https://p.dw.com/p/18ZVH
UEFA president Michel Platini attends the 2011 Asian Cup final football match between Australia and Japan at Khalifa Stadium in the Qatari capital Doha on January 29, 2011. AFP PHOTO / KARIM JAAFAR (Photo credit should read KARIM JAAFAR/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

আজকাল ফুটবল ক্লাব মানেই অনেক টাকাপয়সার খেলা৷ টেলিভিশন সম্প্রচারের সত্ত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ থেকে শুরু করে আয়ের নানা উৎস খুলে গেছে৷ আবার তারকা খেলোয়াড় আকর্ষণ করতে হলে পারিশ্রমিকও কম দিতে হয় না৷ কিন্তু আগামী সপ্তাহান্তে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে দুই জার্মান ক্লাব পৌঁছেছে, তারা টাকার জোরে নয় – নিজেদের ক্ষমতায় এই সাফল্য অর্জন করেছে৷ এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ফুটবল সংগঠন উয়েফা-র সভাপতি মিশেল প্লাতিনি৷

champions league finale 2013
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি দুই জার্মান ক্লাব

আগামী ২৫শে মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখবোরুসিয়া ডর্টমুন্ড৷ ইউরোপের বাকি ক্লাবগুলির জন্য তারা আদর্শ হতে পারে, বলেন প্লাতিনি৷ কোনোরকম কারসাজি ছাড়াই পরিচ্ছন্ন, নৈতিক খেলা কাকে বলে, তারা সেটা দেখিয়ে দিয়েছে৷ সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্লাতিনি আরও বলেছেন, জার্মানির এই দুই ক্লাব মডেল ছাত্রের মতো৷ তাদের অর্থাভাব নেই, ক্লাবের স্টেডিয়ামগুলিও বেশ ভালো এবং তারা একের পর এক ম্যাচ জিতে চলেছে৷ ফলে তাদের ভাবমূর্তিও ইতিবাচক৷

প্লাতিনির এই প্রশংসার একটা প্রেক্ষাপট রয়েছে৷ ইউরোপের অনেক ফুটবল ক্লাব এই মুহূর্তে নানা রকম আর্থিক অনিয়মের বেড়াজালে আটকে রয়েছে৷ অনেকে সাধ্যের থেকে বেশি ব্যয় করে সংকটে পড়েছে৷ এই অবস্থায় বাধ্য হয়ে ফিফা-কে ‘ফাইনানশিয়াল ফেয়ার প্লে' বিধিনিয়ম চালু করতে হয়েছে৷ নিয়ম না মানলে বিভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ার হুমকিও দেওয়া হয়েছে৷ রয়েছে আরও নিষেধাজ্ঞার আশঙ্কা৷

এই সব নিয়মের পেছনে ছোট-বড় ক্লাবের মধ্যে বৈষম্য ঘুচিয়ে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির প্রচেষ্টাও চালানো হচ্ছে৷ অর্থাৎ টাকার জোরে বাড়তি সুবিধা যাতে কেউ না পায়, তা নিশ্চিত করতে চাইছে ফুটবল কর্তৃপক্ষ৷ প্লাতিনির মতে, চাপে পড়ে অনেক ক্লাবের বোধোদয় হচ্ছে৷ যেমন স্পেনের মালাগা ক্লাবকে এরই মধ্যে খেসারত দিতে হয়েছে৷ গত ডিসেম্বর মাসে এই ক্লাব এমনকি খেলোয়াড়দের বেতন দিতে পারে নি৷ অন্য ক্লাবদের দেনাও শোধ করতে পারে নি৷ ফলে কোয়ালিফাই করলেও তারা পরের বার কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না৷ ঋণ শোধ করতে না পারলে এই শাস্তির মেয়াদ আরও বাড়ানো হবে৷ উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশ কাতার স্পেনের এই ক্লাবের মালিক৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য