বাড়ি ফেরা হবে না দিনমজুরদের
২০ এপ্রিল ২০২০ওরা পরিযায়ী দিনমজুর৷ অর্থনীতির ভাষায় ইমিগ্র্যান্ট ডেইলি ওয়েজ আর্নার৷ ঘর ছেড়ে তারা ছড়িয়ে থাকেন দেশের সর্বত্র৷ প্রতিদিন পরিশ্রমের বিনিময়ে যে মজুরি পান, তার থেকে বাঁচিয়ে রেখে রেখে এক-দু মাস অন্তর বাড়িতে পাঠান৷ বা হয়ত আরো বেশি ব্যবধানে, যাতে একসঙ্গে বেশ কিছুটা টাকা বাড়ির লোক হাতে পান৷ করোনা সংক্রমণ রুখতে আচমকা দেশজুড়ে লক ডাউন ঘোষিত হওয়ার পর সবথেকে বিপদে পড়েছেন এই ভিনরাজ্যের শ্রমিকরা৷ রাতারাতি রোজগার বন্ধ৷ যেখানে ঝুপড়ি ঘরে একসঙ্গে অনেকে গাদাগাদি করে থাকেন, তার চারপাশে দোকানপাট বন্ধ৷ যদিওবা কিছু খোলা, অনুমোদিত দামের থেকে অনেক বেশিতে যেখানে বিকোচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যা কেনার সামর্থ তাদের নেই৷ কেন্দ্র এবং রাজ্য সরকার গরিবদের জন্য বিনামূল্যে চাল, ডাল, তেল দিচ্ছে, কিন্তু সেই ত্রাণ বণ্টন হচ্ছে রেশন দোকান থেকে, রেশন কার্ডের বিনিময়ে৷ ভিনরাজ্যের শ্রমিকদের সেটাও নেই, ফলে সব দিক দিয়ে ফাঁকিতে পড়েছেন৷
যে কারণে ভারতে লক ডাউনের শুরু থেকেই শোনা যাচ্ছে বিপন্ন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার মরিয়া চেষ্টার কথা৷ লোকে পায়ে হেঁটে ফেরার অসম্ভব চেষ্টা করছেন৷ মুম্বাই থেকে শ্রীনগর৷ দিল্লি থেকে চেন্নাই৷ যে রাস্তা বিমানে যেতেও তিন ঘণ্টা লাগে৷ পশ্চিমবঙ্গও এই বিপর্যয়ের মানচিত্রের বাইরে নয়৷ গত সপ্তাহেই বীরভূমের সিউড়িতে এক দল পরিযায়ী শ্রমিকের রাস্তা আটকায় পুলিশ, যারা বোলপুর থেকে হেঁটে ঝাড়খণ্ডে নিজেদের গ্রামে ফেরার চেষ্টা করছিলেন৷ এভাবে অন্য রাজ্যে আটকে পড়া, অর্থকষ্টে, খিদে-তেষ্টায় দিশেহারা, ঘরে ফিরতে মরিয়া শ্রমিকদের সংখ্যা ঠিক কত, সে হিসেব কারো কাছে নেই৷ জানালেন আন্তর্জাতিক সহায় সংস্থা অ্যাকশন এইড-এর পশ্চিমবঙ্গ শাখার অন্যতম আধিকারিক চিত্তরঞ্জন মন্ডল৷ এই রাজ্যে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিক এবং অন্য রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের সাহায্য করার যে চেষ্টা করছে অ্যাকশন এইড, তার সমন্বয়ের দায়িত্বে আছেন তিনি৷ জানালেন, ‘‘কেউ ইটভাঁটায় কাজ করে, ঝাড়খণ্ড থেকে এসেছে৷ কেউ দোকানে কাজ করে, কেউ বা দোকান, গারমেন্টসে, ছোটখাট গারমেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে৷ এবার বন্ধ আছে ওটা৷ মালিক এবার আর পয়সা দেয়নি৷এদের কাছে যতটুকু পয়সা ছিল, তা আস্তে আস্তে এরা খেয়ে ফেলেছে৷ খেয়ে ফেলেছে এবং এদের কাছে আর কোনো পয়সা নেই এই মুহূর্তে৷ অনেক পয়সা এদের বাকিও আছে৷ এমপ্লয়ার পয়সা দেয়নি৷ এখন তারা খুবই প্যাথেটিক সিচুয়েশনে আছে৷ কেউ মুড়ি খেয়েও আছে, এরকমও আমি খবর পেয়েছি৷ মারাত্মক চিন্তায়ও আছে, যে আমরা এই কদিন কী করে বাঁচব!৩ মে পর্যন্ত লক ডাউন৷ এবং হট স্পট বা রেড জোনগুলোতে তো টোটালি লক্ড৷ সেখানেও লেবাররা রয়েছে৷ তারা তো কোথাও বেরোতে পারছে না৷ যদিও গভর্নমেন্ট বলেছে তাদের ঘরে খাবার পৌঁছে দেবে, কিন্তু প্র্যাকটিক্যালি কতটা খাবার পৌঁছচ্ছে, সেটা একটা ইস্যু৷’’
এই দিনমজুরদের পাশাপাশি সমান বিপন্ন অসংগঠিত ক্ষেত্রের অন্যান্য কর্মীরাও, যারা পরিচারকের কাজ করেন, নানা সংস্থার হয়ে জিনিসপত্র ডেলিভারি দেন, ক্যাটারিং বা ওই জাতীয় ব্যবসায় জোগাড়ের কাজ করে কোনওমতে জীবিকা নির্বাহ করেন৷ যে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এঁদের নিয়োগ করে, টানা এক মাস ব্যবসা বন্ধ থাকাও তাদেরও আর্থিক অবস্থা খারাপ৷ কাজেই এই কর্মীরা ঘরে বসে থাকলেও যে বেতন পেতে থাকবেন, সেটা দুরাশা৷ বরং এই পরিস্থিতিতে শুরু হয়েছে চাকরি থেকে ছাঁটাই করা, বা বেতন না দেওয়া৷ সে দেশের প্রধানমন্ত্রী তাঁর টিভি ভাষণে যতই বলুন, কাউকে চাকরি থেকে তাড়াবেন না৷ বরং উঁচু তলার চাকরিতেও শুরু হয়েছে ২০ থেকে ৩০% বেতন ছাঁটাই, তরঙ্গের মতো যার প্রভাব এসে পড়ছে নিচুতলায়৷
৩১ মার্চের ছবিঘরটি দেখুন...