বাসার প্রিন্টারে ছাপা হলো জাল নোট!
১৭ জুলাই ২০১৯দক্ষিণ-পশ্চিম জার্মানির কাইজার্সলাউটেয়ার্ন শহরে এমন ঘটনা অদ্ভুত কাণ্ড ঘটেছে৷ শুক্রবারের এই ঘটনা তদন্ত করছে পুলিশ৷
গাড়ি কিনতে এসে দোকানিকে ১৫ হাজার ইউরোর জাল নোট গছিয়ে দেওয়ার চেষ্টা করেন ২০ বছর বয়সি ওই নারী৷ কিন্তু মুহূর্তের মধ্যে ধরা পড়তে হয় তাঁকে৷
সাধারণ প্রিন্টারে সাধারণ কাগজে ইউরোর নোট ছাপানোর কাণ্ড বের করতে বেশি সময় নিতে হয়নি পুলিশকে৷ ওই নারীর বাসায় গিয়ে ১৩ হাজার ইউরোর পরিমাণের তরতাজা জাল নোট পায় পুলিশ৷
জার্মানি ফেডারেল ক্রিমিনাল পুলিশ (বিকেএ) জানিয়েছে, জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার শাস্তি কমপক্ষে এক বছরের জেল৷ এখন পর্যন্ত ওই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেননি প্রসিকিউটররা৷
পেশাদার নোট জালকারীরা সাধারণত উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করেন৷ এমনকি অনলাইনে জাল নোট তৈরির সরঞ্জাম পাওয়া যায়৷ কিন্তু সেসব দিকেও যাননি ওই নারী৷
পুলিশ জানিয়েছে, জার্মানিতে বেশি জাল হয় ৫০ ইউরোর নোট৷ ২০১৮ সালে মোট ৫৪ হাজারটি নোট জালিয়াতির ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় ৯৯ হাজার ৯০০টি নোটে অর্থের পরিমাণ ছিল ১৭ মিলিয়ন ইউরো৷
ভেসলি রাহন/এমবি