1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল জগতে অভিমান

১৩ জুলাই ২০১৩

চার বছরে যে ক্লাবকে ১৪টি শিরোপা জিতিয়েছেন, সেই বার্সেলোনার কর্মকর্তাদের আচরণেই ভীষণ মর্মাহত পেপ গুয়ার্দিওলা৷ বায়ার্ন মিউনিখের এই কোচ বলেছেন, ‘‘ছয় হাজার কিলোমিটার দূর থেকেও ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না৷ ''

https://p.dw.com/p/1972O
ছবি: picture-alliance/dpa

বার্সেলোনা ছাড়ার পর এক বছর বিশ্রামে ছিলেন গুয়ার্দিওলা৷ বিশ্রাম শেষে এ মৌসুমেই যোগ দিয়েছেন জার্মানির বায়ার্ন মিউনিখে৷ চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে মৌসুমে ‘ট্রেবল' পূর্ণ করা বায়ার্নে নিজের কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই গুয়ার্দিওলা জড়িয়ে গেছেন বিতর্কে৷ ইটালির লেক গার্দায় বায়ার্নের প্রাক মৌসুম প্রশিক্ষণের সময় ক্ষোভে ফেটে পড়েছেন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রসেলের বিরুদ্ধে৷ গুয়ার্দিওলার দাবি, তাঁর সাবেক ক্লাবের কর্মকর্তারা কুৎসা রটাচ্ছেন৷ বার্সার কর্মকর্তারা নাকি বলছেন, বর্তমান কোচ ভিলানোভা টিটো ক্যানসারের চিকিৎসা করানোর সময় গুয়ার্দিওলা তাঁকে দেখতে যাননি৷ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ৪২ বছর বয়সি গুয়ার্দিওলা জানিয়েছেন, তিনি একবার টিটোকে দেখতে গিয়েছেন এবং তারপর আর না যেতে পারার জন্য তিনি দায়ী নন৷

Josep Pep Guardiola Trainer FC Barcelona
চার বছরে বার্সেলোনা-কে ১৪টি শিরোপা জিতিয়েছেন গুয়ার্দিওলাছবি: AP

আরেকটি বিষয়েও মুখ খুলেছেন বার্সেলোনাকে সাফল্যের তুঙ্গে নিয়ে যাওয়া গুয়ার্দিওলা৷ বার্সার কর্মকর্তারা নাকি বলছেন, গুয়ার্দিওলা নেইমারের বাবার সঙ্গে দেখা করে বলেছেন, নেইমার আর মেসিকে কী করে একসঙ্গে খেলানো যায় সে কৌশল টিটো জানেন না৷ এর জবাবে গুয়ার্দিওলা তাঁর সহকারী হিসেবে টিটো যে চার বছর কাজ করেছেন, সে কথা স্মরণ করিয়ে দেন৷ তারপর জানতে চান, ‘‘এতটা সময় যে আমার সহকর্মী ছিল তাঁকে নিয়ে বাজে মন্তব্য আমি কি করতে পারি?'' গুয়ার্দিওলা জানান, নেইমারের বাবার সঙ্গে দেখা হবার পর তাঁকে তিনি বলেছিলেন যে, বার্সেলোনায় যাবার সিদ্ধান্ত নিয়ে নেইমার ঠিকই করেছে৷

গুয়ার্দিওলা মনে করেন, বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রসেল তাঁর প্রতি চরম অন্যায় করেছে৷ তাঁর কথায়, ‘‘রসেলকে একটা অনুরোধই করেছিলাম আমি৷ বলেছিলাম, ক্লাব ছাড়ার পর আমাকে একটু শান্তিতে থাকতে দিও৷ এখন দেখছি ছয় হাজার কিলোমিটার দূরেও ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না৷''

এদিকে পেপ গুয়ার্দিওলার বক্তব্য শুনে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনের বিস্মিত৷ তাঁর দাবি, ক্লাব প্রেসিডেন্ট বা তিনি এমন কিছুই বলেননি৷ কার্দোনেরের মতে, যদি কেউ বলে থাকেন তিনি অবশ্যই খুব খারাপ লোক৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য