1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সার মাঠে আবারো জয় চায় রেয়াল

৩ মে ২০১১

রেয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা৷ চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলা মঙ্গলবার৷ শিরোপার দৌঁড়ে টিঁকে থাকতে চাইলে বার্সাকে হারাতে হবে আজ৷ প্রথম লেগে পরাজিত রেয়ালের পক্ষে সেটা কি সম্ভব?

https://p.dw.com/p/117ud
UEFA Champions League Logo, 2007

প্রথম লেগে হার

২৭ এপ্রিল সেমি ফাইনালের প্রথম লেগে রেয়ালের মাঠেই রেয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সা৷ রেয়াল অবশ্য আজ জয়ের ব্যাপারে আশাবাদী৷ তবে বেশ কিছু ‘কিন্তু' রয়ে গেছে৷ প্রথমত, এই জয় হতে হবে ৩-০ ব্যবধানে৷ যদি নির্দিষ্ট সময়ে ২-০ গোলে এগিয়ে থাকে রেয়াল, তবে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে৷ দ্বিতীয়ত, খেলা হচ্ছে বার্সার মাঠ, ক্যাম্প ন্যূতে৷ এক লাখ সমর্থক যেখানে চেঁচাবে বার্সার পক্ষেই৷ তৃতীয় যে বাধা রেয়ালের, তা হচ্ছে, খেলোয়াড়দের লাল-হলুদের বাধা নিষেধ৷ দলে থাকবে না পেপে, সার্জিও রোমাস, এমনকি গ্যালারিতেই বসে থাকতে হবে খোদ কোচ জোসে মোরিনহোকে৷ তবুও আশাবাদী রেয়ালের অধিনায়ক ইকার ক্যাসিয়াস৷

মাঠে থাকছেন মেসি-রোনাল্ডো

প্রাথমিক তালিকা বলছে মাঠে থাকবেন মেসি এবং রোনাল্ডো৷ বার্সেলোনার পক্ষে চ্যাম্পিয়নস লিগে মেসির ভাণ্ডারে জমা হয়েছে এগারোটি গোল৷ অন্যদিকে রেয়াল তারকা ক্রিশ্চিয়ান রোনাল্ডো বেশ পিছিয়ে৷ সাকুল্যে সংগ্রহ ৬ গোল৷ তাই, আজ মাঠে খানিকটা জাদু দেখানোর আপ্রাণ চেষ্টাতেই থাকবেন রোনাল্ডো৷

বার্সা শিবিরের মন্তব্য

বার্সা কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, খেলাতে রেয়ালদের সারাক্ষণ আক্রমণের মধ্যেই রাখবে তার সেনারা৷ এবং সে আক্রমণ নির্বোধের মত হবে না৷ তবে তিনি স্বীকার করেছেন, মোরিনহো'র তত্ত্বাবধানে এগারো অসাধারণ খেলোয়াড় মাঠে নামবে আজ৷ তাই এমন দলকে রোখা সহজ কাজ হবে না৷ তাছাড়া, ২০০২ সালে এই মাঠেই বার্সাকে হারিয়েছিল রেয়াল৷ সেটা ভুলে গেলে চলবে কিভাবে?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়