1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলভিও বার্লুসকোনি,

১৮ ডিসেম্বর ২০১২

বয়স হয়েছে ৭৬, তাতে কি? জীবনটা তো আর শেষ হয়নি৷ ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি তাই এই বয়সে এসেও বাগদত্ত হলেন৷ কন্যা তাঁর চেয়ে মাত্র ৪৮ বছরের ছোট!

https://p.dw.com/p/173v9
ছবি: Getty Images

ইউরোপের রাজনীতিতে ‘প্লেবয়' বলতে গেলে এই একজনই, সিলভিও বার্লুসকোনি৷ একের পর এক নারী এসেছে তাঁর জীবনে, ফর্মালি কিংবা ইনফর্মালি৷ বেশিরভাগই তরুণী৷ তাদের একটা গ্রুপও রয়েছে, নাম ‘সিলভিও, উই মিস ইউ'৷ সেই গ্রুপের অন্যতম তন্বী ২৮ বছরের ফ্রাঞ্চেস্কা পাসক্যাল হলেন বার্লুসকোনির নতুন বাগদত্তা৷

রোববার খুশি মনেই এই খবর জানিয়েছেন ইটালির অন্যতম ধনকুবের৷ ইটালির একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত আমার একাকিত্ব কিছুটা ঘুচেছে''৷ উল্লেখ্য, গত ২০০৮ সালে বার্লুসকোনিকে ছেড়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী

এদিকে, নতুন বাগদত্তার খবরের পাশাপাশি খারাপ সংবাদও রয়েছে বার্লুসকোনির জন্য৷ তাঁর বিরুদ্ধে চলা তথাকথিত ‘‘বুঙ্গা বুঙ্গা ট্রায়াল'' আগামী ফেব্রুয়ারি মাসেই শেষ হতে পারে৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মিদের সঙ্গে সম্পর্ক রাখা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি নানাবিধ অভিযোগ আনা হয়েছে৷

Ruby Rubacuori Italien Berlusconi
বার্লুসকোনির প্রাক্তন পরিচিতা রুবি রুবাকুয়োরিছবি: picture alliance/dpa

আরআই/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য