বিজয় উদযাপন বার্লিনে
১৩ জুলাই ২০১৪কোচ ইওয়াখিম ল্যোভের দল মঙ্গলবার সকাল নাগাদ ব্রাজিল থেকে ফেরার কথা৷ জাতীয় দলকে সংবর্ধনা দিতে দিন কয়েক আগেই আগ্রহ প্রকাশ করে বার্লিন এবং ফ্রাঙ্কফুর্ট৷ জার্মান ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের খেলোয়াড়রা উৎসবের জন্য বার্লিন শহরকে বেছে নিয়েছেন৷
ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভল্ফগাং নিয়ারসবাখ এই বিষয়ে জানান, গোটা জার্মানির ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানাতে বার্লিনই আদর্শ স্থান৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফাইনাল দেখতে এবং দলকে উৎসাহ যোগাতে ব্রাজিল গিয়েছিলেন৷ সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷
উল্লেখ্য, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফুটবল খেলা দেখতে যাওয়া এটাই প্রথম নয়৷ তাঁকে বরং বিবেচনা করা হয় জাতীয় দলের এক নম্বর ভক্ত হিসেবে৷ জার্মান দলের খেলা দেখতে তিনি মাঝেমধ্যেই উড়ে যান বিভিন্ন দেশে৷ এমনকি ড্রেসিং রুমে গিয়ে দলের খেলোয়াড়দের উৎসাহও যোগান তিনি৷ চলতি বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মানির খেলার সময়ও গ্যালারিতে ছিলেন ম্যার্কেল৷ সে ম্যাচে পর্তুগিজদের ৪-০ গোলে হারায় জার্মানি৷
এআই / এসবি (এপি, এএফপি)